দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ তাদের নিজস্ব ধর্ম সম্পূর্ণ হারিয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট ভিন্ন পদার্থে পরিণত হওয়াকে রাসায়নিক পরিবর্তন বলে। আর এই পরিবর্তনের মাধ্যমে দুই বা ততোধিক মৌল রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। যৌগ গঠনের ক্ষেত্রে একটি মৌলের একটি সুনির্দিষ্ট পরিমাণ অন্য মৌলের অন্য সুনির্দিষ্ট পরিমানের সাথে যুক্ত হয়ে একটি নির্দিষ্ট যৌগ গঠন করে। যে সুনিদিষ্ট নিয়ম অনুসারে একটি মৌল অপরের মৌলের সাথে যুক্ত হয় তা রাসায়নিক সংযোগ সূত্র নামে পরিচিত।
এ সংযোগ সূত্রানুসারে কিছু মৌল পরস্পর ভর অনুপাতে যুক্ত হয় এবং গ্যাসীয় মৌল আয়তন অনুপাতে যুক্ত হয়ে থাকে।
তাই বলা যায়, মৌল সমূহের সংযোগের ক্ষেত্রে রাসায়নিক সংযোগ সূত্রগুলি গুরুত্বপূর্ণ অবদান রাখে।