গ্যাস আয়তন সূত্রটি গ্যাসের আয়তন এর সাথে সম্পর্কযুক্ত।
গ্যাসের ক্ষেত্রে শুধু আয়তন হিসাব করলে সূত্রটির সাথে সম্বন্ধ স্থাপন করা যায়। গ্যাসের রাসায়নিক সংযোগের ক্ষেত্রে শুধু আয়তনকে প্রাধান্য দেওয়া হয়।
কিন্তু তরল বা কঠিন পদার্থের ক্ষেত্রে শুধু আয়তনের হিসাব করলে হয়না।
তাই বলা যায়, গ্যাস আয়তন সূত্র শুধু গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হয়।