শিল্প ক্ষেত্রে বিভিন্ন প্রভাবকের ব্যবহার নিম্নরুপঃ
১. অ্যামোনিয়া শিল্প উৎপাদনঃ হাইড্রোজেন ও নাইট্রোজেন থেকে হেবার-বোস পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য লৌহচূর্ণ প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়।
২. অ্যামোনিয়া হতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিঃ অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য অ্যামোনিয়াকে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত করে নাইট্রিক অক্সাইড তৈরি করা হয়। এই বিক্রিয়াতে প্লাটিনামকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়।
৩. সালফিউরিক এসিড প্রস্তুতিঃ স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির জন্য সালফারকে অক্সিজেন দ্বারা জারিত করে সালফার ডাই অক্সাইডে রুপান্তর করা হয়। পরবর্তীতে সালফার ডাই অক্সাইডকে পুনঃরায় অক্সিজেন দ্বারা জারিত করে সালফার ট্রাই অক্সাইড প্রস্তুত করা হয়। এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে প্ল্যাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়।
৪. কৃত্রিম ঘি তৈরিতেঃ অসম্পৃক্ত তেলের মধ্যে হাইড্রোজেন চালনা করে কৃত্রিম ঘি তৈরি করতে প্রভাবক হিসেবে নিকেল ব্যবহার করা হয়।
৫. পলিথিন প্রস্তুতিঃ পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে পলিথিন প্রস্তুতির সময় প্রভাবক হিসেবে টাইটেনিয়ামের জৈব ধাতব যৌগসমূহ ব্যবহার করা হয়।