অ্যানোড ও ক্যাথোড বিক্রিয়ার মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
১. অ্যানোড বিক্রিয়ায় ঋনাত্বক আয়ন আকৃষ্ট হয়।
অপরদিকে, ক্যাথোড বিক্রিয়ায় ক্যাথোড কর্তৃক ধনাত্মক আয়ন আকৃষ্ট হয়।
২. অ্যানোড বিক্রিয়ায় অ্যানোডে পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে।
অপরদিকে, ক্যাথোড বিক্রিয়ায় ক্যাথোড থেকে পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে।
৩. ব্যাটারির ধনাত্মক প্রান্তে অ্যানোডের সাথে যুক্ত থাকে।
কিন্তু ব্যাটারি ঋনাত্বক প্রান্তের সাথে ক্যাথোড যুক্ত থাকে।