উৎপাদের শতকরা পরিমাণ কিভাবে হিসাব করা যায়।
উৎপাদের শতকরা পরিমাণ =
কোন নির্দিষ্ট বিক্রিয়ক বিক্রিয়া করার পরে যতোটুকু উৎপাদ পাওয়া যায় সেটি হচ্ছে বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদ। কিন্তু ঐ নির্দিষ্ট বিক্রিয়ক থেকে যে পরিমাণ উৎপাদ পাওয়া যেত তা ঐ বিক্রিয়ার হিসাবকৃত উৎপাদ। প্রাপ্ত উৎপাদ থেকে হিসাবকৃত উৎপাদ বেশি হয়।
উদাহরন: ১
80g CaCO₃ কে তাপ দিলে 41.32g অবশেষ পাওয়া যায়। তবে উৎপাদের শতকরা পরিমাণ হিসাব কর।
বিক্রিয়াটি নিম্নরূপঃ
CaCO₃ ——> CaO + CO₂ =100g =56g =44g
100g CaCO₃থেকে অবশেষCaOপাওয়া যায় 56g
80g ” “= (80×56) ÷ 100
= 44.80g
উৎপাদের শতকরা পরিমাণ =
উৎপাদের শতকরা পরিমাণ
= (41.32 x 100) ÷ 44.80
= 92.23%
উদাহরন: ২
60g MgCO₃ কে তাপ দিলে 26.57g অবশেষ পাওয়া যায়। তবে বিক্রিয়কের বিশুদ্ধতা নির্ণয় কর।
বিক্রিয়াটি নিম্নরূপঃ
MgCO₃ ——> MgO + CO₂
=84g =40g =44g
84g MgCO₃থেকে অবশেষMgOপাওয়া যায় 40g
60g ” ” = (60×40) ÷ 100
= 28.57g
উৎপাদের শতকরা পরিমাণ =
উৎপাদের শতকরা পরিমাণ
= (26.57 x 100) ÷ 28.57
= 92.99% ≅ 93%
এখানে বিক্রিয়কটি 100% বিশুদ্ধ নয়।