রসায়ন এর গুরুত্ব মানব জীবনে খুবই ব্যাপক। সারাদিনের কর্মকাণ্ডের সঙ্গে রসায়ন জড়িত। আমরা সকাল বেলা ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত সার্বক্ষণিক রসায়ন কে ব্যবহার করি। আমরা সকালে যে ব্রাশ করি এই ব্রাশ একধরনের পলিমার। আবার যে পেস্ট ব্যবহার করে থাকি তাও এক ধরনের রাসায়নিক পদার্থ। খাবার পরিপাকের জন্য পানি খেয়ে থাকি, সেটিও রাসায়নিক পদার্থ।
আমরা যে ভাত, রুটি খাই সেগুলো স্টার্চ জাতীয় পদার্থ। রোগ হলে আমরা ওষুধ সেবন করি। এই ওষুধগুলো রাসায়নিক পদার্থ। মানুষের মৌলিক চাহিদা
যেমনঃ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা উপকরণ যোগানে রসায়ন সার্বক্ষণিকভাবে নিয়োজিত। রসায়ন প্রযুক্তির মাধ্যমে মানব জাতি ও পরিবেশের অনেক কল্যাণ সাধিত হয়। দৈনন্দিন জীবনে রসায়ন ব্যবহার করে আমরা নানাভাবে উপকৃত হতে পারি। মোটকথা প্রাচীন সভ্যতা থেকে আধুনিক সভ্যতায় রসায়নের পরিভ্রমণ সমাজের তথা বিজ্ঞানের প্রায় সর্বক্ষেত্রে লক্ষণীয়।
এজন্য রসায়নকে জীবনের জন্য বিজ্ঞান বলা হয়।