তাপোৎপাদী বিক্রিয়া : কোন বিক্রিয়ার সংঘঠনের ফলে বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায় বা বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয় তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে।
যেমন :
N₂+3H₂ —–>2NH₃ ; ΔH= -92 Kj
N₂+3H₂ —–>2NH₃ ; ΔH= -92 Kj
বিক্রিয়াটিতে ΔH এর মান ঋণাত্মক। অর্থাৎ তাপ উৎপন্ন হয়েছে। অতএব বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া।
তাপহারী বিক্রিয়া : কোন বিক্রিয়া সংঘঠনের ফলে বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা হ্রাস পায় বা বিক্রিয়ায় তাপের শোষন ঘটে তাকে তাপহারী বিক্রিয়া বলে।
যেমন :
N₂+O₂ ——>2NO ; ΔH= +180kj
N₂+O₂ ——>2NO ; ΔH= +180kj
বিক্রিয়াটিতে ΔH এর মান ধনাত্মক। অর্থাৎ বিক্রিয়াটি তাপ শোষণ করেছে।