শুষ্ক কোষে কাগজের চোঙের মধ্যে ক্যাথোড হিসেবে কার্বন দন্ড এবং অ্যানোড হিসাবে জিংকের পাত ব্যবহার করা হয়।
কার্বন দন্ড এর চারপাশে NH₄Cl ; ZnCl₂ ; MnO₂ ; কার্বন গুড়া এবং স্টার্চের তৈরি আঠালো পেস্ট ব্যবহার করা হয়। MnO₂ জারক হিসেবে কাজ করে। এছাড়া NH₄Cl থেকে উৎপন্ন NH₄+ ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করতে সহায়ক ভূমিকা পালন করে। কাজেই বলা যায় শুষ্ক কোষে বিদ্যুৎ উত্তেজক হিসেবে কাজ করে।
NH₄+ ——> NH₃ + H+