ভোল্টায়িক কোষ ও লবণসেতু কাকে বলে?
ভোল্টায়িক কোষঃ যে কোষে, কোষের ভিতরের পদার্থসমূহ রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে তাকে ভোল্টায়িক কোষ বলে।
লবণসেতুঃ U আকৃতির কাচের নলের মধ্যে আগার-আগার জেলির সাথে NH₄Cl ; NH₄NO₃; KCl মিশ্রিত করে কাচের নলকে পূর্ণ করে নলের দুই মুখ তুলো দ্বারা বন্ধ করলে একে লবণ সেতু বলে।