সবল এসিড H₂SO₄ ও দুর্বল ক্ষার Al(OH)₃ বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম সালফেট Al₂(SO₄)₃ লবণ গঠন করে।
এটি আবার জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H₂SO₄ ও Al(OH)₃উৎপন্ন করে।
Al₂(SO₄)₃ +6H₂O —>2Al₂(SO₄)₃ +3H₂SO₄
আবার, সালফিউরিক এসিড সবল হওয়ায় জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H+ ও SO₄² – আয়ন উৎপন্ন করে।
H₂SO₄ (aq) ——–> H+(aq) + SO₄² – (aq)
অপরদিকে Al(OH)₃ দুর্বল ক্ষার বলে জলীয় দ্রবণে অল্প পরিমাণে বিয়োজিত হয়।
Al₂(SO₄)₃ লবণের জলীয় দ্রবণে H+(aq) আয়নের ঘনমাত্রা অধিক হওয়ার কারণে Al₂(SO₄)₃ এর জলীয় দ্রবণ অম্লীয় হয়।