গগনেন্দ্রনাথ ঠাকুর ১৮৬৭ খ্রিস্টাব্দের ১৮ সেপ্টেম্বর কলকাতার জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন গুণেন্দ্রনাথ ঠাকুর। সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র থাকাকালীন গগনেন্দ্রনাথ ছবি এঁকে পুরস্কৃত হন। আর্ট স্কুলের শিক্ষক হরিচরণ বসুর কাছে তিনি ছবি আঁকা শেখেন। পরিণত বয়সেই তিনি প্রধানত ছবি আঁকার চর্চা করেছেন। ওকাকুরা প্রেরিত জাপানি শিল্পী টাইকান আর হিসিদার কাছে তিনি অবনীন্দ্রনাথের সঙ্গে জাপানি কালি-তুলি আর ওয়াশের কাজ শেখেন। ইউরােপীয় পদ্ধতির জলরঙের ব্যবহারেও তাঁর দক্ষতা ছিল। বাস্তবধর্মী চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ এদেশে ফরাসি শিল্পভাষাগত উপাদান প্রবর্তনের প্রচেষ্টায়ও অগ্রগণ্য। প্রবাসীও মডার্ন রিভিউ পত্রিকায় তিনি অজস্র কার্টুন বা ব্যঙ্গচিত্র এঁকেছেন। ১৯০৭ খ্রিস্টাব্দে তিনি ‘Indian Society for Oriental Art’-এর সম্পাদক হন। বাংলার কারুশিল্প প্রচারের জন্য ১৯১৬ খ্রিস্টাব্দে ‘Bengal Home Industries Association’ স্থাপন করেন এবং তার সম্পাদক হন।
মঞ্চসজ্জা, দৃশ্যপট রচনার অভিনবত্বে, কাকের ছবি সম্বলিত ‘টুয়েলভ ইঙ্ক স্কেচেস’ অ্যালবাম তৈরিতে, চিত্রশিল্পের নানান পরীক্ষানিরীক্ষায়, ভোঁদড় বাহাদুর গ্রন্থ রচনায় তাঁর প্রতিভার সাক্ষ্য ছড়িয়ে রয়েছে। বিরূপ বজ্জ, অদ্ভুতলােক : Realm of the Absurd, নবহুল্লোড়,, Reform Screams গ্রন্থে তার আঁকা বহু ব্যঙ্গচিত্র স্থান পেয়েছে। আধুনিক শিল্পের অন্যতম পথিকৃৎ গগনেন্দ্রনাথ ১৯৩৮ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি পরলােকগমন করেন.
বাঙালির চিত্রকলা চর্চার ধারায় যামিনী রায়ের ভূমিকা কতখানি তা বুঝিয়ে দাও।
বাঙালির চিত্রকলা চর্চার ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের বৈশিষ্ট্য ও স্বাত্ত্র্য আলােচনা করাে।
বাংলা চিত্রকলা চর্চার ধারায় অসিতকুমার হালদারের অবদান আলােচনা করাে।
বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলােচনা করাে।
অথবা, বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলােচনা করাে।
বাঙালির চিত্রকলা চর্চার ধারায় বিনােদবিহারী মুখােপাধ্যায়ের অবদান আলােচনা করাে।
চিত্রশিল্পী হেমেন মজুমদারের চিত্রকলার পরিচয় দাও।
বাংলা চিত্রকলা চর্চার ইতিহাসে জয়নুল আবেদিনের অবদান আলােচনা করাে।
বাংলা চিত্রকলা চর্চার ইতিহাসে চিত্তপ্রসাদ ভট্টাচার্যের অবদান আলােচনা করাে।
বাংলা পটচিত্রের ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব ও অবস্থানটি নির্দেশ করাে।
বাংলা চিত্রকলার ধারায় পুথির পাটাচিত্র ও তার বিভিন্ন ঘরানার পরিচয় দাও।
বাংলার লােকচিত্রকলার ইতিহাসে দশাবতার তাসের অবস্থান ও গুরুত্ব নির্ণয় করাে।
বাংলা লােকচিত্রকলার ইতিহাসে দেয়ালচিত্রের গুরুত্ব নির্ণয় করাে।