উনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণ যুগের অন্যতম কবি ছিলেন অক্ষয়কুমার দত্ত (১৮২০-১৮৮৬)। তিনি কবি হিসেবে বাংলা সাহিত্যক্ষেত্রে আবির্ভূত হলেও তত্ত্ববােধিনী পত্রিকার সম্পাদক হিসেবে তিনি স্মরণীয় হয়ে আছেন। ধর্ম, দর্শন, ভূগােল, বিজ্ঞান, মানবপ্রকৃতি বিবিধ বিষয়ে রচনা এই পত্রিকায় প্রকাশিত হত। সেই সুবাদেই তিনি নানা বিষয়ে অজস্র প্রবন্ধ লিখেছেন। পাশ্চাত্য বৈজ্ঞানিক পদ্ধতিতে জ্ঞান-বিজ্ঞান অনুশীলন বাংলাদেশে তিনিই প্রথম শুরু করেন। তার অধিকাংশ রচনার উপাদান তিনি বিজ্ঞান থেকে গ্রহণ করেছেন।
শিবনাথ শাস্ত্রীর ভাষায় ‘এই সময় তিনি কিছুদিন মেডিকেল কলেজে অতিরিক্ত ছাত্ররূপে অধ্যয়ন করে উদ্ভিদবিদ্যা, প্রাণীতত্ত্ব বিদ্যা, রসায়নবিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান প্রভৃতি বিষয়ে অনেক জ্ঞান লাভ করেছিলেন’। ভারতবর্ষীয় উপাসক-সম্প্রদায় নামক গবেষণা গ্রন্থটি তার শ্রেষ্ঠকীর্তি। তাঁর লেখা বাহা-বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার, ধর্মনীতি, পদার্থবিদ্যা প্রভৃতি গ্রন্থে মানব প্রকৃতি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ঈশ্বরতন্ত্রের ব্যাখ্যা এবং বাস্তব জগতের বিজ্ঞানভিত্তিক পরিচয় দেওয়ার স্বভাবসিদ্ধ ভঙ্গিমাটি ফুটে উঠেছে।
বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ইতিহাসে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর অবদান আলােচনা করাে।
বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলােচনা করাে |
বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ইতিহাসে জগদানন্দ রায়ের অবদান আলােচনা করাে।
বাংলার কীটপতঙ্গ গ্রন্থের রচয়িতা কে? বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে তার অবদান আলােচনা করাে।
বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ইতিহাসে চারুচন্দ্র ভট্টাচার্যের অবদান আলােচনা করাে।
বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রত্যেক ধরনের খেলার নাম উল্লেখ করাে।
বাঙালির কুস্তিচর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, আমাদের মহাকাব্যে কুস্তি কী নামে পরিচিত ছিল? সংক্ষেপে বাঙালির কুস্তিচর্চার পরিচয় দাও।
বাংলার কুস্তির ইতিহাসে গােবর গুহের অবদান আলোচনা করো।
বাঙালির ক্রীড়া ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত কীভাবে হয়েছিল? এই পর্বের ফুটবলের সঙ্গে কোন্ বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে? বাংলার ফুটবলের কোন্ ঘটনা, কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল?
ফুটবল খেলায় বাঙালির অংশগ্রহণ ও সাফল্যের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, বাঙালির ফুটবল চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও।
প্রথম ভারতীয় দল হিসেবে আই এফ এ শিল্ড জয়ী মােহনবাগান ক্লাবের ইতিহাস পর্যালােচনা করাে।
বাঙালির ক্রিকেট সংস্কৃতির পরিচয় লিপিবদ্ধ করাে।
বাংলার ক্রিকেট খেলার জনকরূপে কে পরিচিত ছিলেন? এই খেলাকে জনপ্রিয় করে তােলার ক্ষেত্রে যেসব বাঙালি ক্রিকেটার বিখ্যাত তাঁদের একজনের সম্বন্ধে তুমি যা জান লেখাে।
অথবা, আন্তজাতিক স্তরে সুনাম অর্জন করেছেন, এমন একজন বাঙালিক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও।