উনিশ শতকের কোনাে-এক সকালে বিলিতি নাবিকরা পুরােনাে কেল্লার মাঠে জাহাজে করে বিলেত থেকে নিয়ে আসা ফুটবল খেলতে নেমেছিল। নাবিকদের সেই আজব খেলা দেখে চোখ ছানাবড়া হয়ে যায় কেল্লার বাঙালি সৈনিকদের। ক্রমে ক্রমে তারা যােগ দিল সেই খেলায়, লাথি মারল ফুটবলে। এভাবেই বাঙালির ক্রীড়া-ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত হয়েছিল।
প্রথম পর্বের বাংলা তথা ভারতীয় ফুটবলের সঙ্গে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর নাম জড়িয়ে আছে। ফুটবলে প্রথম পা ছোঁয়ানাে এই বাঙালি ব্যক্তিত্ব ১৮৭৭ খ্রিস্টাব্দ থেকে ১৯০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় ফুটবলের সূচনা ও অগ্রগতি ঘটান।
১৮৮৬ খ্রিস্টাব্দে শােভাবাজার রাজপরিবারের উদ্যোগে গড়ে ওঠে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী দ্বারা গঠিত শােভাবাজার ক্লাব, যা প্রথম বাঙালি তথা ভারতীয়দের ফুটবল ক্লাব। ১৮৮৯-এ মােহনবাগান ক্লাব এবং ১৮৯২-এ গঠিত হয় মহমেডান স্পাের্টিং ক্লাব। ১৮৯৩ খ্রিস্টাব্দে আই.এফ.এ শিল্ড প্রতিযােগিতা শুরু হয়। ১৯১১ খ্রিস্টাব্দে মােহনবাগান ক্লাব আই.এফ.এ শিল্ড জয় করে। এটি বাঙালি তথা ভারতীয় ফুটবলের ইতিহাসে যুগান্তকারী ঘটনা। নিছক ফুটবলের জয় ছিল না এটি। এটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বাঙালি তথা ভারতীয়দের নৈতিক জয়। এই জয় তাই ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে এক নতুন মাত্রা যােগ করেছিল
বাংলার কুস্তির ইতিহাসে গােবর গুহের অবদান আলোচনা করো।
ফুটবল খেলায় বাঙালির অংশগ্রহণ ও সাফল্যের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, বাঙালির ফুটবল চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও।
প্রথম ভারতীয় দল হিসেবে আই এফ এ শিল্ড জয়ী মােহনবাগান ক্লাবের ইতিহাস পর্যালােচনা করাে।
বাঙালির ক্রিকেট সংস্কৃতির পরিচয় লিপিবদ্ধ করাে।
বাংলার ক্রিকেট খেলার জনকরূপে কে পরিচিত ছিলেন? এই খেলাকে জনপ্রিয় করে তােলার ক্ষেত্রে যেসব বাঙালি ক্রিকেটার বিখ্যাত তাঁদের একজনের সম্বন্ধে তুমি যা জান লেখাে।
অথবা, আন্তজাতিক স্তরে সুনাম অর্জন করেছেন, এমন একজন বাঙালিক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও।
হকিতে বাঙালির অংশগ্রহণ ও সাফল্যের রূপরেখাটি নির্দেশ করাে।
স্বাধীনতা-পরবর্তী সময় পর্বে বাঙালির অ্যাথলেটিক্স, লন টেনিস, টেবিল টেনিস, দাবা ও সাঁতার সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।
রামায়ণে বর্ণিত কাহিনি অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও।
কৰাডির ইতিহাস সংক্ষেপে আলােচনা করাে।
সার্কাস ও ম্যাজিকের দুনিয়ায় বাঙালির অবদান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।
অথবা, ম্যাজিকের ইতিহাস ও বাঙালির অবদান সম্পর্কে আলােচনা করাে
কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম লেখাে। সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও।
জাদুবিশ্বাস সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।