রামায়ণে বর্ণিত কাহিনি অনুসারে রাবণের স্ত্রী মন্দোদরীই দাবা খেলার স্ষ্টা।
বাংলায় দাবা খেলার সূচনা ১৮৫০ খ্রিস্টাব্দে Calcutta Chess Club গঠনের মধ্য দিয়ে। বিশ্ববিখ্যাত দাবাড়ু জন করেন পৃথিবী জুড়ে দাবার প্রসারে Calcutta Chess Club প্রতিষ্ঠা করেন। ১৮৪৮-১৮৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিখ্যাত দাবাড়ু মহেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেখানে নিয়মিত খেলতেন। ১৯৩০-এ বিশ্ব- চ্যাম্পিয়ন রুশ দাবাড়ু আলেখাইনের কলকাতার খেলায় অংশগ্রহণ দাবা নিয়ে বাঙালির উদ্দীপনা তৈরিতে সাহায্য করে। স্বাধীনতার পরে গড়ে ওঠে ‘ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসােসিয়েশন’। প্রতিষ্ঠানটির উদ্যোগে শুরু হয় রাজ্য দাবা প্রতিযােগিতা। ১৯৬১-তে প্রথমবারের রাজ্য-চ্যাম্পিয়ন হন প্রাণকৃয় কুণ্ড। ১৯৮২-তে বিশ্বের দু নম্বর ভিক্টর কর্শনয়কে হারিয়ে মাত্র ষােলাে বছর বয়সে আলােড়ন তােলেন বাঙালি দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া। ১৯৯১ খ্রিস্টাব্দে রাজ্য থেকে প্রথম এবং দ্বিতীয় ভারতীয় হিসেবে গ্র্যান্ডমাস্টার এই দাবাড় অর্জুন পুরস্কার পান। দিব্যেন্দু বড়ুয়ার পরে দাবায় শ্রেষ্ঠ বাঙালি প্রতিভা সূর্যশেখর গাঙ্গুলি। মাত্র ১১ বছর বয়সে একজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে তিনি রেকর্ড করেন। ২০০৩ খ্রিস্টাব্দ থেকে ২০০৮ খ্রিস্টাব্দ পর্যন্ত টানা ছয়বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে বিরল কৃতিত্বের অধিকারী সূর্যশেখর মাত্র উনিশ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হন। অর্জুন পুরস্কার পাওয়ার পাশাপাশি তিনি এশীয় চ্যাম্পিয়নশিপে বিজয়ী হন। বাংলা থেকে আরও যাঁরা গ্র্যান্ডমাস্টার হয়েছেন তারা হলেন—সন্দীপন চন্দ (২০০২), নীলােৎপল দাস (২০০৫), দীপ সেনগুপ্ত (২০১০), সপ্তর্ষি রায়চৌধুরী (২০১৩)। দীপ সেনগুপ্ত সম্প্রতি ২০১৪র কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছেন।
বাংলার কুস্তির ইতিহাসে গােবর গুহের অবদান আলোচনা করো।
বাঙালির ক্রীড়া ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত কীভাবে হয়েছিল? এই পর্বের ফুটবলের সঙ্গে কোন্ বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে? বাংলার ফুটবলের কোন্ ঘটনা, কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল?
ফুটবল খেলায় বাঙালির অংশগ্রহণ ও সাফল্যের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, বাঙালির ফুটবল চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও।
প্রথম ভারতীয় দল হিসেবে আই এফ এ শিল্ড জয়ী মােহনবাগান ক্লাবের ইতিহাস পর্যালােচনা করাে।
বাঙালির ক্রিকেট সংস্কৃতির পরিচয় লিপিবদ্ধ করাে।
বাংলার ক্রিকেট খেলার জনকরূপে কে পরিচিত ছিলেন? এই খেলাকে জনপ্রিয় করে তােলার ক্ষেত্রে যেসব বাঙালি ক্রিকেটার বিখ্যাত তাঁদের একজনের সম্বন্ধে তুমি যা জান লেখাে।
অথবা, আন্তজাতিক স্তরে সুনাম অর্জন করেছেন, এমন একজন বাঙালিক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও।
হকিতে বাঙালির অংশগ্রহণ ও সাফল্যের রূপরেখাটি নির্দেশ করাে।
স্বাধীনতা-পরবর্তী সময় পর্বে বাঙালির অ্যাথলেটিক্স, লন টেনিস, টেবিল টেনিস, দাবা ও সাঁতার সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।
কৰাডির ইতিহাস সংক্ষেপে আলােচনা করাে।
সার্কাস ও ম্যাজিকের দুনিয়ায় বাঙালির অবদান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।
অথবা, ম্যাজিকের ইতিহাস ও বাঙালির অবদান সম্পর্কে আলােচনা করাে
কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম লেখাে। সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও।
জাদুবিশ্বাস সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।