ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত থিবসের বিশেষত্ব কী ছিল?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত থিবসের বিশেষত্ব ছিল এর সাতটি দরজা।
“কে আবার গড়ে তুলল এতবার?”—কী গড়ে তােলার কথা বলা হয়েছে?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উদ্ধৃত অংশটিতে ধ্বংস হয়ে যাওয়া ব্যাবিলনকে পুনরায় গড়ে তােলার কথা বলা হয়েছে।
“সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?”—কোন্ সন্ধ্যার কথা বলা হয়েছে?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় চিনের প্রাচীরের নির্মাণকার্য শেষ হয়েছিল যে সন্ধ্যায়, সেই সন্ধ্যার কথা বলা হয়েছে।
ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত মহনীয় রােম কেমন ছিল?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত মহনীয় রােম ছিল ‘জয়তােরণে ঠাসা’।
“সেখানে কি সবাই প্রাসাদেই থাকত?” -কোথাকার কথা বলা হয়েছে?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উদ্ধৃত অংশটিতে বাইজেনটিয়াম নগরের কথা বলা হয়েছে।
ব্রেখটের মতে, ইতিহাসে নির্মাণকারী হিসেবে কার নাম লেখা হয়?
ব্রেখটের মতে, ইতিহাসে নির্মাণকারী হিসেবে কোনাে রাজার নাম লেখা হয়।
“কে বানিয়েছিল সাত দরজাঅলা থিবস?”-প্রশ্নটি কার?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় পড়তে জানা এক মজুরের জবানিতে প্রশ্নটি করেছেন স্বয়ং কবি।
“কে বানিয়েছিল সাত দরজাঅলা থিবস?” -উত্তরটি কী?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় সাত দরজাওয়ালা থিবসের নির্মাতা হিসেবে বইয়ে রাজার নাম লেখা হয়েছে।
“বইয়ে লেখে রাজার নাম।”—রাজার নাম বইয়ে লেখায় কার আপত্তি এবং কেন?
ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় বইয়ে রাজার নাম লেখায় আপত্তি জানিয়েছেন কবি, কারণ থিবৃসের প্রকৃত নির্মাতা হচ্ছেন শ্রমিকেরা।
“বইয়ে লেখে রাজার নাম।” -রাজার নাম বইয়ে লেখায় কার আপত্তি এবং কেন?
ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় বইয়ে রাজার নাম লেখায় আপত্তি জানিয়েছেন কবি, কারণ থিবৃসের প্রকৃত নির্মাতা হচ্ছেন শ্রমিকেরা।
“বইয়ে লেখে রাজার নাম।” -রাজার নাম বইয়ে না লিখে অন্য কার নাম লেখা দরকার বলে বক্তা মনে করেন?
বইয়ে রাজার নাম না লিখে সাত দরজাওয়ালা থিসের জন্য ঘাড়ে করে পাথর বয়ে এনেছিল যেসব শ্রমিক, তাদের নাম লেখা দরকার বলে কবি বলেছেন।
গল্প ─ কে বাঁচায়, কে বাঁচে (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
গল্প ─ ভাত (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
গল্প ─ ভারতবর্ষ (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
কবিতা ─ রূপনারানের কূলে (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
কবিতা ─ শিকার (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
কবিতা ─ মহুয়ার দেশ (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
কবিতা ─ আমি দেখি (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
কবিতা ─ ক্রন্দনরতা জননীর পাশে (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
নাটক ─ বিভাব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
নাটক ─ নানা রঙের দিন (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
ভারতীয় গল্প ─ অলৌকিক (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
ভাষা ─ ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
ভাষা ─ ধ্বনিতত্ত্ব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
ভাষা ─ রূপতত্ত্ব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
ভাষা ─ বাক্যতত্ত্ব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
ভাষা ─ শব্দার্থতত্ত্ব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
“রাজারা কি পাথর ঘাড়ে করে আনত?” -এর দ্বারা কী বােঝানাে হয়েছে?
ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় এই প্রশ্নের মাধ্যমে বােঝানাে হয়েছে যে, থিবসের নির্মাণকাজে রাজাদের কোনাে সক্রিয় ভূমিকা ছিল না।
“কে আবার গড়ে তুলল এতবার?” -‘এতবার’ বলার কারণ কী?
ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় ‘এতবার’ শব্দটির দ্বারা ব্যাবিলনের বহুবার ধ্বংস ও পুনর্নির্মাণের কাহিনিকে তুলে ধরা হয়েছে।
“কে আবার গড়ে তুলল এতবার?” -কারা এতবার গড়ে তুলেছে?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় শ্রমিকেরাই বারবার ব্যাবিলন গড়ে তুলেছে।
“তারা থাকত কোন্ বাসায়?” -কাদের কথা বলা হয়েছে?
‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় যারা সােনা ঝকঝকে লিমা বানিয়েছিল সেইসব শ্রমজীবী মানুষদের কথা বলা হয়েছে।
“তারা থাকত কোন্ বাসায়?” -এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না কেন?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় বলা হয়েছে, ইতিহাস শ্রমিকদের অবদানকে অস্বীকার করায় তারা কোন বাসায় থাকত তার কোনাে উত্তর মেলে না।
“সােনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল” -লিমা কী?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত ‘লিমা’ হল পেরুর রাজধানী।
“সােনা-ঝকঝকে লিমা যারা বানিয়েছিল”—লিমাকে ‘সােনা-ঝকঝকে’ বলা হয়েছে কেন?
ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় লিমার বিত্তবৈভবের কারণে তাকে ‘সােনা ঝকঝকে বলা হয়েছে।
“চিনের প্রাচীর যখন শেষ হল”—তখন কী হল?
‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় চিনের প্রাচীর যখন শেষ হল তারপর নির্মাতা রাজমিস্ত্রিরা লােকচক্ষুর আড়ালে চলে গেল।
“…সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?” রাজমিস্ত্রিরা কোথায় গেল?
ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় চিনের প্রাচীর তৈরি করা রাজমিস্ত্রিরা লােকচক্ষুর আড়ালে চলে গিয়েছিল।
“জয়তােরণে ঠাসা মহনীয় রােম।”-রােমকে জয়তােরণে ঠাসা বলা হয়েছে কেন?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় রােমের সাম্রাজ্যজয়ের ইতিহাসকে বােঝাতে রােমকে ‘জয়তােরণে ঠাসা’ বলা হয়েছে।
“কাদের জয় করল সিজার?” -সিজার কে ছিলেন?
সিজার অর্থাৎ জুলিয়াস সিজার (১০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪৪ খ্রিস্টপূর্বাব্দ) ছিলেন প্রজাতন্ত্রী রােমের একজন ক্ষমতাবান সেনেটর বা প্রতিনিধি।
“কাদের জয় করল সিজার?”—সিজার কাদের জয় করেছিলেন?
সিজার গলদের জয় করেছিলেন।
“সেখানে কি সবাই প্রাসাদেই থাকত?”-কোথাকার কথা বলা হয়েছে?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত অংশে বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী বাইজেনটিয়ামের কথা বলা হয়েছে।
“এত যে শুনি বাইজেনটিয়াম,” -বাইজেনটিয়াম সম্বন্ধে কী জানা যায়?
ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত প্রাচীন গ্রিসের একটি বাণিজ্যপ্রধান নগররাষ্ট্র। এটি ছিল বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী। বাইজেনটিয়ামের পরবর্তী নাম কনস্ট্যান্টিনোপল, বর্তমান নাম ইস্তাম্বুল (তুরস্ক)। বাইজেনটাইন সভ্যতা সমৃদ্ধ হয়েছিল সেপ্টিমিয়াস সেভেরাসের আমলে।
“যখন সমুদ্র তাকে খেল”—সমুদ্র কী খেয়েছিল?
ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতা থেকে গৃহীত প্রশ্নোষ্বৃত অংশে উপকথার দ্বীপ আটলান্টিসের কথা উল্লেখ করে বলা হয়েছে যে, তাকে সমুদ্র খেল।
“যখন সমুদ্র তাকে খেল”—তখন কী হয়েছিল?
ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় সমুদ্র যখন আটলান্টিসকে খেয়েছিল তখন সেই উপকথার দ্বীপের সম্পন্ন অধিবাসীরা চিৎকার করে উঠেছিল ক্রীতদাসের জন্য।
“ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল”—কোন্ রাতের কথা বলা হয়েছে?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উপকথার দ্বীপ আটলান্টিসকে যে রাতে সমুদ্র গ্রাস করেছিল, সেই রাতের কথা বলা হয়েছে।
“ডুবতে ডুবতে সেই রাতে চিক্কার উঠেছিল” -কীসের জন্য চিৎকার উঠেছিল?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উপকথার দ্বীপ আটলান্টিসের সম্পন্ন অধিবাসীরা ডুবতে ডুবতে চিৎকার করেছিল ক্রীতদাসের জন্য।
থিবস্ কোথায়? তার বৈশিষ্ট্য কী?
মিশরে নীলনদের তীরে অবস্থিত থিবস শহর। এই শহরের বৈশিষ্ট্য হল এর সাতটি দরজা ছিল।
“সেই রাতে চিৎকার উঠেছিল ক্রীতদাসের জন্য”— এর কারণ কী?
উপকথার দ্বীপরাষ্ট্র আটলান্টিস যখন ভূমিকম্পের ফলে সমুদ্রগর্ভে ডুবে যাচ্ছিল, তখন সেখানকার রাজা এবং পাত্র-মিত্র-অমাত্যরা প্রাণে বাঁচতে ক্রীতদাসদের উদ্দেশে চিৎকার করে উঠেছিল।
চিনের প্রাচীর কী?
হুন এবং অন্যান্য বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার উদ্দেশ্যে কিন সাম্রাজ্যের সময় শুরু হয়ে হান, সুই এবং মিং রাজত্বকাল অবধি তৈরি হওয়া প্রাচীরই হল চিনের প্রাচীর।
“জয়তােরণে ঠাসা…” -কোন্ শহর?
বের্টোল্ট ব্রেখট রচিত ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতার আলােচ্য অংশে রােম শহরের কথা বলা হয়েছে।
ব্রেখট তার ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় ইতিহাসের নায়ক হিসেবে কাদের চিহ্নিত করেছেন?
ব্রেষ্ট তার ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় ইতিহাসের নায়ক হিসেবে শ্রমজীবী মানুষদের চিহ্নিত করেছেন।
“ভারত জয় করেছিল…”—কে, কাদের সহায়তায় ভারত জয় করেছিল?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় আলেকজান্ডারের বিশ্বস্ত সেনাবাহিনীর সাহায্যে ভারতজয়ের কথা বলা হয়েছে।
“ভারত জয় করেছিল…”—সে কি একাই ভারত জয় করেছিল?
ম্যাসিডনের রাজা আলেকজান্ডার একা নন, তাঁর বিশ্বস্ত সেনাবাহিনীর সাহায্যেই ভারত জয় করেছিলেন।
“গলদের নিপাত করেছিল…”—গলদের নিপাত বলতে কী বােঝানাে হয়েছে?
ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় গলদের নিপাত বলতে জুলিয়াস সিজারের হাতে ফ্রান্সের প্রাচীন গল্ জাতির পরাজয়ের কাহিনি বােঝানাে হয়েছে।
“নিদেন একটা রাঁধুনি তো ছিল?” -এ কথার অর্থ কী?
ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় রাঁধুনির উল্লেখের মাধ্যমে কবি বােঝাতে চেয়েছেন যে, গলদের নিপাতের সময় সিজার একা ছিলেন না।
“নিদেন একটা রাঁধুনি তাে ছিল?” -কার সঙ্গে কখন রাঁধুনি থাকার কথা বলা হয়েছে?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় গলদের পরাজিত করার সময়ে সিজারের সঙ্গে রাঁধুনি থাকার কথা বলা হয়েছে।
“বিরাট আর্মাডা যখন ডুবল,” -তখন কী হল?
ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় আর্মাডা যখন ডুবেছিল তখন স্পেনের দ্বিতীয় ফিলিপ খুব কেঁদেছিলেন।
“বিরাট আর্মার্ড যখন ডুবল,”—“আর্মাডা’ কী?
ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত আর্মাডা হল স্পেনের রণতরির বহর।
“বিরাট আর্মাডা যখন ডুবল,” -বিরাট আর্মাডা ডুবল কেন?
ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত আর্মাড়া। ডুবেছিল ইংল্যান্ডের কাছে যুদ্ধে পরাজিত হয়ে।
“স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব।”—ফিলিপ কে ছিলেন?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত ফিলিপ ছিলেন যােড়শ শতকে স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ (১৫২৭-১৫৯৮ খ্রি.)।
“স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব।”— ম্পেনের ফিলিপ কেঁদেছিলেন কেন?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় স্পেনের ফিলিপ কেঁদেছিলেন তার আর্মাডা ডুবে যাওয়ার জন্য।
“সাত বছরের যুদ্ধ জিতেছিল…”— সাত বছরের যুদ্ধে কে জিতেছিল?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত সাত বছরের যুদ্ধে জিতেছিল প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিক।
“পাতায় পাতায় জয়”—পাতায় পাতায় জয় বলতে কী বােঝানাে হয়েছে?
ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় পাতায় পাতায় জয় কথাটির দ্বারা ইতিহাসে ঘটা অসংখ্য যুদ্ধজয়ের কাহিনিকে বােঝানাে হয়েছে।
“কত সব খবর!” -কীসের খবর?
ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় ‘কত সব খবর’ বলতে ইতিহাসের ব্যক্তিপ্রাধান্য এবং শ্রমজীবীদের প্রতি অবজ্ঞার কথা বলা হয়েছে।
“কত সব প্রশ্ন!”—প্রশ্নগুলি কে করেছেন?
ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় একজন শ্রমজীবী মানুষের জবানিতে কবি স্বয়ং প্রশ্নগুলি করেছেন।
“খরচ মেটাত কে?” -কীসের খরচ?
বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় রাজাদের বিজয়ােৎসবের ভােজেরতথারাজকীয় জীবনযাত্রার খরচের কথা বলা হয়েছে।