Linguistics-কে বাংলায় ‘ভাষাবিজ্ঞান’ বলা হয় কেন?
Linguistics শব্দটির অর্থ হল Science of Language বা ভাষার বিজ্ঞান। এখানে ভাষা সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে আলােচনা করা হয় বলে একে ‘ভাষাবিজ্ঞান’ বলে।
তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন?
স্যার উইলিয়াম জোনস ১৭৮৬ খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন।
‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
‘থিসরাস’ এই ইংরেজি শব্দটি এসেছে গ্রিক thesaurus শব্দ (অর্থ ‘ভাণ্ডার’) থেকে। ‘থিসরাস’ শব্দের অর্থ ‘সমার্থ শব্দকোশ’, অর্থাৎ তা প্রতিশব্দ বা সমার্থক শব্দের কোশগ্রন্থ।
‘থিসরাস’ কী?
থিসরাস হল ‘সমার্থ শব্দকোশ’, অর্থাৎ তা সমার্থক শব্দ বা প্রতিশব্দের কোশগ্রন্থ।
বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলােচনার ধাপগুলি কী কী?
বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষাচর্চার প্রথম ধাপ হল তথ্যসংগ্রহ ও নথিভুক্তকরণ। তারপর সেই প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে তার যথাযথ বর্ণনা করা হয়।
ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের মূল কাজ কী?
ঐতিহাসিক ভাষাবিজ্ঞান পদ্ধতিতে ভাষাবিশেষের উৎস, ইতিহাস, ক্রমবিবর্তনের রূপরেখা আলােচনা বা বিশ্লেষণ করা হয়।
LAD-এর সম্পূর্ণ রূপটি কী?
LAD-এর সম্পূর্ণ রূপটি হল Language Acquisition Device.
LAS-এর সম্পূর্ণ রূপটি কী?
LAS-এর সম্পূর্ণ রূপটি হল Language Acquisition System.
বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলােচ্য বিষয়গুলি কী কী?
বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে সমকালে প্রচলিত কোনাে ধ্বনি, শব্দ, বাক্য, বাক্যাংশ ইত্যাদির স্বরূপ ও গঠনগত দিক বিশ্লেষিত হয়, এগুলির অতীতের রূপ নির্ণয় করা হয় না।
গল্প ─ কে বাঁচায়, কে বাঁচে (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
গল্প ─ ভাত (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
গল্প ─ ভারতবর্ষ (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
কবিতা ─ রূপনারানের কূলে (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
কবিতা ─ শিকার (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
কবিতা ─ মহুয়ার দেশ (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
কবিতা ─ আমি দেখি (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
কবিতা ─ ক্রন্দনরতা জননীর পাশে (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
নাটক ─ বিভাব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
নাটক ─ নানা রঙের দিন (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
আন্তর্জাতিক কবিতা ─ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
ভারতীয় গল্প ─ অলৌকিক (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
ভাষা ─ ধ্বনিতত্ত্ব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
ভাষা ─ রূপতত্ত্ব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
ভাষা ─ বাক্যতত্ত্ব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
ভাষা ─ শব্দার্থতত্ত্ব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)
সর্বজনীন ব্যাকরণ (Universal Grammar) কী?
মানুষের মস্তিষ্কে ভাষা শেখার সামর্থ্টি প্রি-প্রােগ্রামড অবস্থায় থাকে বলে মানব-মস্তিষ্কে থাকা সেই ব্যাকরণকে নােয়াম চমস্কি বলেন সর্বজনীন ব্যাকরণ।
স্নায়ুভাষাবিজ্ঞানকে কভাগে ভাগ করা যেতে পারে এবং কী কী?
স্নায়ুভাষাবিজ্ঞানকে দুভাগে ভাগ করা যেতে পারে- (১) ভাষা শেখা ও প্রক্রিয়াকরণ এবং (২) ভাষাগত সমস্যার সংস্কার।
‘চিন্তার পােশাক’ (The dress of thought) কথাটি কার? কথাটির অর্থ কী?
‘চিন্তার পােশাক’ কথাটি স্যামুয়েল ওয়েসলির।
একজন লেখক তার চিন্তাভাবনাকে যেভাবে সাজিয়ে ভাষায় প্রকাশ করেন, সেই ভাষারীতিকেই বলা হয় চিন্তার পােশাক।
পাশ্চাত্যে কে প্রথম বর্ণনামূলক ধারার সূত্র প্রতিষ্ঠা করেন?
সুইস ভাষাবিজ্ঞানী ফার্দিনান্দ দ্য সােস্যুর পাশ্চাত্যে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের প্রতিষ্ঠাতা। তিনিই প্রথম বর্ণনামূলক ধারার সূত্র প্রতিষ্ঠা করেন।
প্রথাগতভাবে শৈলীকে ক-ভাগে ভাগ করা হয় ও কী কী?
প্রথাগতভাবে শৈলীকে দু-ভাগে ভাগ করা হয়- (১) মূল্যায়নভিত্তিক (Evaluative) শৈলী এবং (২) বর্ণনামূলক (Descriptive) শৈলী।
ভাষাবিজ্ঞানের ইতিহাসে স্যার উইলিয়াম জোনস বিখ্যাত কেন?
স্যার উইলিয়াম জোসের হাত ধরেই ভাষার তুলনামূলক চর্চা শুরু হয়। তার মতে সংস্কৃত, প্রাচীন গ্রিক, লাতিন, ফরাসি ইত্যাদি ভাষা আদিতে একই ভাষাবংশ থেকে সৃষ্ট হয়েছিল।
মূল্যায়নভিত্তিক শৈলী কাকে বলে?
কোনাে লেখার শৈলীর বৈশিষ্ট্যসমূহের প্রকাশকেই বলে মূল্যায়নভিত্তিক শৈলী। এতে দুজন লেখকের লিখনশৈলীর প্রভেদ নিরূপণ করা হয়।
বর্ণনামূলক শৈলী কাকে বলে?
কোনাে লেখকের কোনাে রচনার শৈলীর বিবরণ দেওয়াকেই বলা হয়। বর্ণনামূলক শৈলী। এই জাতীয় শৈলীতে কোনাে লেখকের দুটি একজাতীয় রচনার শৈলীর প্রভেদ নিরূপণ করা যায়।
‘Dictionarius’ শব্দটি অভিধান বােঝাতে প্রথম কে ব্যবহার করেন?
ত্রয়ােদশ শতাব্দীতে জন গারল্যান্ড অভিধান বােঝাতে প্রথম ‘Dictionarius’ শব্দটি ব্যবহার করেন।
একভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে?
এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় যে অভিধানে, তাকে বলা হয় একভাষিক এবং একভাষার শব্দ যখন অন্য ভাষায় ব্যাখ্যা করা হয়, তখন তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান।
ইতিহাসভিত্তিক অভিধান কাকে বলে?
একটি শব্দের প্রথম প্রচলন কবে হয়েছিল, প্রথম প্রচলনের সময় তার বানান-উচ্চারণ এবং অর্থ কী ছিল, পরে যখন তার বানান-উচ্চারণ-অর্থের বদল ঘটল এবং শব্দটির বর্তমান রূপ ও অর্থ কী—এইভাবে শব্দের বর্ণনা দেওয়া হয় যে অভিধানে তাই ই ইতিহাসভিত্তিক অভিধান।
সমাজভাষাবিজ্ঞান কাকে বলে?
ভাষা কীভাবে সমাজে কাজ করে এবং সমাজ কীভাবে ভাষার ওপর প্রভাব বিস্তার করে, তা যে শাস্ত্র আলােচনা করে, সেটিই সমাজভাষাবিজ্ঞান।
নৃভাষাবিজ্ঞানের কাজ কী?
একটি ভাষিক সমাজে ভাষার সঙ্গে সংস্কৃতির সম্পর্ক ওই সমাজের ঐতিহ্য, বিশ্বাস, প্রথা, পারিবারিক সংগঠন প্রভৃতির সঙ্গে ভাষার সম্পর্ক আলােচনা করা নৃভাষাবিজ্ঞানের কাজ।
ভাষাতত্ত্বে মনস্তত্ত্বকে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোন্ দিকের ওপর অধিকতর গুরুত্ব আরােপ করা হয়?
যে মানসিক বাধ্যবাধকতা থেকে ভাষা ব্যবহৃত হয় সেই মানসিক প্রক্রিয়াসমূহ, ভাষার উৎপাদন, প্রত্যক্ষকরণ ও উপলদ্ধি-ক্ষমতার ওপর গুরুত্ব আরােপ করা হয়।
শৈলীবিজ্ঞানী শৈলী বিচারবিশ্লেষণে যেসব প্রকরণ (Tool) ব্যবহার করেন, সেগুলি কী কী?
শৈলী বিচারবিশ্লেষণে শৈলীবিজ্ঞানী যে প্রকরণগুলি ব্যবহার করেন, সেগুলি হল—(১) প্রমুখন (Foregrounding), (২) বিচ্যুতি (Deviation), (৩) সমান্তরালতা (Parallelism), (8) কোড-বদল (Code-switching), এবং (৫) বহুস্বরতা বা বহু-ধ্বনিময়তা (Polyphony)।
একটি ইতিহাসভিত্তিক অভিধানের নাম লেখাে
একটি ইতিহাসভিত্তিক অভিধান হল—The Shorter Oxford English Dictionary.
বিজ্ঞানের অন্যান্য শাখার মতাে ভাষাবিজ্ঞানের আলােচনও কোন পদ্ধতিতে হয়?
ভাষাবিজ্ঞানের আলােচনা হয় আরােহমূলক পদ্ধতিতে, অর্থাৎ বিশেষ (Particular) থেকে সাধারণ (General) এর দিকে।
আরােহমূলক বা আরােহী পদ্ধতি কাকে বলে?
বিশেষ (Particular) থেকে সাধারণ (General) -এর দিকে এগােনাে হয় যে পদ্ধতিতে, তাকে বলে আরােহমূলক পদ্ধতি।
বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলােচনার দ্বিতীয় ধাপে কী করা হয়?
বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলােচনার দ্বিতীয় ধাপে ইতিপূর্বে পাওয়া তথ্যকে বিশ্লেষণ (Analysis) করে তার যথাযথ বর্ণনা (Objective Description) দেওয়া হয়।
ভাষাবিজ্ঞানের অনুসন্ধানের বিষয় কী?
মানুষের মুখের ভাষা হল ভাষাবিজ্ঞানের অনুসন্ধানের বিষয়।
ভাষাবিজ্ঞানীরা কেন লিখিত ভাষার পরিবর্তে মৌখিক ভাষার ওপর গুরুত্ব দেন?
লিখিত ভাষা মৌখিক ভাষার তুলনায় নবীনতর ও সংকীর্ণতর এবং মৌখিক ভাষা ব্যবহারকারীর সংখ্যা তুলনায় অনেক বেশি। তাই ভাষাবিজ্ঞানীরা মৌখিক ভাষাকেই গুরুত্ব দেন।
ভাষাবিজ্ঞানের কাজ কী?
মানুষের মৌখিক ভাষার গঠন, প্রকৃতি এবং পদ্ধতি সম্বন্ধে বিজ্ঞানসম্মতভাবে চর্চা করাই হল ভাষাবিজ্ঞানের কাজ।
ভাষার বিজ্ঞানসম্মত আলােচনা করা ছাড়া আর কোন্ কাজ করে ভাষাবিজ্ঞান?
মানবসভ্যতায় ভাষা কীভাবে কাজ করে—তা আলােচনা করাও ভাষাবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
ভাষাবিজ্ঞানের তিনটি বহুলপ্রচলিত শাখা কী কী?
ভাষাবিজ্ঞানের তিনটি বহুলপ্রচলিত শাখা হল-তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান।
কবে তুলনামূলক ভাষাবিজ্ঞানের আলােচনার সূত্রপাত হয়?
স্যার উইলিয়াম জোসের প্রচেষ্টায় ১৭৮৬ খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষাবিজ্ঞান আলােচনার সূত্রপাত হয়।
স্যার উইলিয়াম জোন্স কোন্ ভাষাগুলির মধ্যে সাদৃশ্য খুঁজে পান?
উইলিয়াম জোস সংস্কৃত, গ্রিক, লাতিন, ফরাসি ইত্যাদি ভাষার মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন।
স্যার উইলিয়াম জোনস ভাষার মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়ে কোন সিদ্ধান্তে এসেছিলেন ?
উইলিয়াম জোস সংস্কৃত, গ্রিক, লাতিন, ফরাসি ইত্যাদি ভাষার মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়ে এই সিদ্ধান্তে এসেছিলেন যে, সেগুলি একটি মূল ভাষা থেকে উৎপন্ন হয়েছে।
তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কী ?
তুলনামূলক ভাষাবিজ্ঞানে একাধিক ভাষার সাদৃশ্য আবিষ্কার করে তাদের উৎস-ভাষার বৈশিষ্ট্য নির্ণয় করা হয়।
উনিশ শতকে তুলনামূলক ভাষাবিজ্ঞানের চর্চা কোথায় হয়েছিল?
উনিশ শতকে সমগ্র ইউরােপ মহাদেশ এবং পরের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে তুলনামূলক ভাষাবিজ্ঞানের চর্চা হয়েছিল।
ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ কী?
সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যে বিবর্তন ঘটে এবং সেই বিবর্তনের ফলে ভাষার সংগঠনে যে পরিবর্তন দেখা যায় তা নির্দেশ করাই ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ।
কালভেদে ভাষার প্রধানত কোন্ বিষয়ের রূপান্তর ঘটে?
কালভেদে ভাষার শব্দ ও পদের ধ্বনিগত রূপের রূপান্তর ঘটে।
বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কী?
বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কোনাে ভাষার অতীত রূপ নিয়ে কোনােপ্রকার আলােচনা না করে তার সমকালীন রূপেরই বিচারবিশ্লেষণ করে।
তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয় কোন্ শতাব্দীতে?
তুলনামূলক ভাষাবিজ্ঞানের আলােচনা অষ্টাদশ শতাব্দীতে শুরু হলেও সমগ্র উনবিংশ শতাব্দী জুড়ে এর ব্যাপক চর্চা হয়।
বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কখন হয়েছিল?
বিংশ শতাব্দীর গােড়ার দিকে ইউরােপে এবং পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলােচনার সূত্রপাত হয়েছিল।
কোন বিশেষ শ্রেণির ভাষার আলােচনার জন্য বর্ণনামূলক ভাষাবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ?
যে ভাষার অতীত নিদর্শন নেই, অথবা যে ভাষার লিখিত রূপ নেই সেইসব ভাষার আলােচনার জন্য বর্ণনামূলক ভাষাবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলােচ্য বিষয় কী কী?
ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব- বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের এই চারটিই প্রধান আলােচ্য বিষয়।
ধ্বনিবিজ্ঞানের আলােচ্য বিষয় কী?
বাগযন্ত্রের সাহায্যে কীভাবে বাগধ্বনি (Phoneme বা Speech Sound)- গুলি উচ্চারিত হয়—তাইই ধ্বনিবিজ্ঞানের আলােচ্য বিষয়।
ধ্বনিতত্ত্বের আলােচ্য বিষয় কী?
কোনাে একটি বিশেষ ভাষায় ব্যবহৃত বাগ্ঞ্বনিগুলির বিচারবিশ্লেষণ করা হল ধ্বনিতত্ত্বের আলােচ্য বিষয়।
রূপতত্ত্বের আলােচ্য বিষয় কী?
রূপ অর্থাৎ ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক অর্থাৎ ভাষার শব্দ ও পদই রূপতত্ত্বের আলােচ্য বিষয়।
বাক্যতত্ত্বের আলােচ্য বিষয় কী?
বাক্যের সার্বিক আলােচনা এবং বিচারবিশ্লেষণই বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
শব্দার্থতত্ত্বের আলােচ্য বিষয় কী?
শব্দের অর্থ পর্যালােচনা করাই শব্দার্থতত্ত্বের আলােচ্য বিষয়।
ভাষাবিজ্ঞান আলােচনার দুটি প্রধান দিক বা বিষয় কী কী?
ভাষাবিজ্ঞান আলােচনার দুটি প্রধান দিক বা বিষয় হল—প্রধান ভাষাবিজ্ঞান এবং ফলিত ভাষাবিজ্ঞান।
প্রধান ভাষাবিজ্ঞানের আলােচ্য বিষয় কী?
ভাষার কেন্দ্রীয় চরিত্র, বিন্যাস এবং তার গঠনপ্রণালীই প্রধান ভাষাবিজ্ঞানের আলােচ্য বিষয়।
ফলিত ভাষাবিজ্ঞানের মূল আলােচ্য বিষয় কী?
ভাষার সঙ্গে সমাজের ও অন্যান্য বিদ্যার সম্পর্ক বিচারবিশ্লেষণ করা এবং বিভিন্ন ক্ষেত্রে ভাষার অবদান পর্যালােচনা করা ফলিত ভাষাবিজ্ঞানের মূল আলােচ্য বিষয়।
প্রধান ভাষাবিজ্ঞানের পাঁচটি শাখা কী কী ?
প্রধান ভাষাবিজ্ঞানের পাঁচটি শাখা হল১) ধ্বনিবিজ্ঞান (Phonetics), (২) ধ্বনিতত্ত্ব (Phonology), (৩) রূপতত্ত্ব (Morphology), (৪) বাক্যতত্ত্ব (Syntax) ও (৫) শব্দার্থতত্ত্ব (Semantics)।
মনােভাষাবিজ্ঞান কী?
মানবমনের বৈশিষ্ট্য ও গতিপ্রকৃতির সঙ্গে ভাষার সম্পর্কই হল মনােভাষাবিজ্ঞান।
স্নায়ুভাষাবিজ্ঞান কী?
মানব-মস্তিষ্কের গঠন ও তার ক্রিয়া-প্রতিক্রিয়ার সঙ্গে মানবভাষার সম্পর্কই হল স্নায়ুভাষাবিজ্ঞান।
নৃভাষাবিজ্ঞান কী?
নৃতত্ত্বের সঙ্গে মানবভাষার সম্পর্কই হল নৃভাষাবিজ্ঞান।
শৈলীবিজ্ঞান কাকে বলে?
সাহিত্য-রচনা বিশ্লেষণ বা সেটির নান্দনিক দিকটি ঠিকভাবে তুলে ধরা হয় শৈলীবিজ্ঞানে। ফলিত ভাষাবিজ্ঞানের এই শাখায় আলােচ্য বিষয় হল ভাষা ও সাহিত্যের সম্পর্ক।
অভিধান বিজ্ঞান কাকে বলে?
ভাষাবিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানসম্মতভাবে অভিধান তৈরি করতে ভাষাবিজ্ঞানের প্রয়ােগ আলােচনা করা হয়, তাকে বলে অভিধান বিজ্ঞান (Lexicography)।
সমাজভাষাবিজ্ঞানের তিনটি ভাগের নাম লেখাে।
সমাজভাষাবিজ্ঞানের তিনটি ভাগ হল—বর্ণনাত্মক সমাজভাষাবিজ্ঞান, পরিবর্তমান সমাজভাষাবিজ্ঞান এবং প্রয়ােগমূলক সমাজভাষাবিজ্ঞান।
ফলিত ভাষাবিজ্ঞানের ভাগগুলি কী কী?
ফলিত ভাষাবিজ্ঞানের ভাগগুলি হল- (১) সমাজভাষাবিজ্ঞান, (২) মনােভাষাবিজ্ঞান, (৩) স্নায়ুভাষাবিজ্ঞান, (৪) নৃভাষাবিজ্ঞান, (৫) শৈলীবিজ্ঞান এবং (৬) অভিধান বিজ্ঞান।
বর্ণনাত্মক সমাজভাষাবিজ্ঞানের আলােচ্য বিষয় কী কী?
ভাষার বক্তা ও শ্রোতার বৈশিষ্ট্য (লিঙ্গ, বয়স, শ্রেণি পরিচয়, পেশা, সম্প্রদায় ইত্যাদি) এবং ভাষার উপলক্ষ্য (Setting) (অর্থাৎ ভাষার পরিপ্রেক্ষিত) এই তিনটিই বর্ণনাত্মক ভাষাবিজ্ঞানের আলােচ্য বিষয়।
বর্ণনাত্মক ভাষাবিজ্ঞানে বক্তা ও শ্রোতার কোন্ কোন্ বৈশিষ্ট্য নির্ণয় করা হয়?
বক্তা বা শ্রোতার লিঙ্গ, বয়স, শ্রেণি, পেশা, সম্প্রদায় ইত্যাদি বৈশিষ্ট্য নির্ণয় করা হয় বর্ণনাত্মক ভাষাবিজ্ঞানে।
রেজিস্টার কী?
ভাষা-ব্যবহারের সময়কালীন পরিপ্রেক্ষিত অনুযায়ী অর্থাৎ উপলক্ষ্য। অনুযায়ী উপভাষা বা মৌখিক ভাষার যে পরিবর্তন হয়, তাকেই বলা হয় রেজিস্টার।
কোড কাকে বলে?
কোনাে ব্যক্তি ভাষা-ব্যবহারে বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে, তাকেই বলা হয় কোড।
কোড-বদল কাকে বলে?
কোনাে ব্যক্তি পরিস্থিতি তথা উপলক্ষ্য অনুযায়ী তার কোড’ (বিশেষ উপভাষার বিশেষ রীতি)-এর যে পরিবর্তন করে, তাকে বলা হয় কোডবদল।
পরিবর্তমান সমাজভাষাবিজ্ঞানের কাজের ধারা কী?
কোনাে বিশেষ সমাজভাষার উদ্ভব, বিবর্তন এবং বিস্তার বা সংকোচনই পরিবর্তমান সমাজ-ভাষাবিজ্ঞানের কর্মধারা।
দ্বিভাষিকতা কী?
দুই ভাষাগােষ্ঠীর মানুষ সম্পর্কযুক্ত হওয়ায় উভয় ভাষাই পরস্পরের দ্বারা প্রভাবিত এবং পরিবর্তিত হয়ে সমান্তরালভাবে থেকে যাওয়াকে বলা হয় দ্বিভাষিকতা।
ভাষার সংরক্ষণ কাকে বলে?
দুই ভাষাগােষ্ঠীর মানুষ সম্পর্কিত হলে যদি দুটি ভাষার একটি অন্যটির প্রভাবে ক্রমশ লােপ পায়, তবে তাকে বলা হয় ভাষার সংরক্ষণ।
প্রয়ােগমূলক সমাজভাষাবিজ্ঞানের আলােচ্য বিষয় কী?
ভাষা শিক্ষা (মাতৃভাষা ও অন্য ভাষা), অনুবাদরীতি, লিপিপ্রণালীর উদ্ভাবন, পরিমার্জনা ও সংশােধন, বানান সংস্কার, রাষ্ট্রভাষা ও সংযােগকারী ভাষা নির্ণয় ইত্যাদি প্রয়ােগমূলক সমাজভাষাবিজ্ঞানের আলােচ্য বিষয়।
কোন্ শ্রেণির মানুষের ভাষার ক্ষেত্রে মনােভাষাবিজ্ঞান সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ?
শিশুদের ভাষার ক্ষেত্রে মনােভাষাবিজ্ঞান সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
চমস্কি মস্তিষ্ককে কী বলেছেন?
চমস্কি মস্তিষ্ককে বলেছেন ‘ভাষা শেখার ব্যবস্থা’ (Language Acquisition System, সংক্ষেপে LAS)।
নােয়াম চমস্কি কোনটিকে ‘সর্বজনীন ব্যাকরণ’ (Universal Grammar) বলেছেন ?
ভাষাশিক্ষার উপযােগী যে ব্যাকরণ জন্মগতভাবেই মানব-মস্তিষ্কে অবস্থান করে বলে জানিয়েছেন নােয়াম চমস্কি, তাকেই তিনি বলেছেন ‘সর্বজনীন ব্যাকরণ’।
মনােভাষাবিজ্ঞান এবং স্নায়ুভাষাবিজ্ঞানের সাদৃশ্যের কারণ কী?
আমাদের মন এবং স্নায়বিক কাজকর্ম যেহেতু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত, তাই মনােভাষাবিজ্ঞান এবং স্নায়ুভাষাবিজ্ঞানের সাদৃশ্য আছে।
মানুষের ভাষা ব্যবহারে তার মস্তিষ্কের কোন্ অংশ গুরুত্বপূর্ণ?
মানুষের মস্তিষ্কের বাম গােলার্ধের সুনির্দিষ্ট স্নায়ুগুলির গঠন তার ভাষা- ব্যবহারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভাষাশিক্ষার ব্যাপারে মস্তিষ্কের কোন্ কোন্ অংশ বিশেষ কার্যকর?
ভাষাশিক্ষার ব্যাপারে মস্তিষ্কের থ্যালামাস বেসাল গ্যাংলিয়া এবং ধূসর বস্তু (Grey Matter) অঞ্চল বিশেষ কার্যকর।
নৃভাষাবিজ্ঞান কো জাতীয় ভাষাগুলিকে সংরক্ষণ এবং বিচারবিশ্লেষণ করে?
নৃভাষাবিজ্ঞান লুপ্তপ্রায় এবং মৌখিক ভাষাগুলির বৈশিষ্ট্য বিচারবিশ্লেষণ করে এবং সেইসব ভাষা সংরক্ষণও করে।
শৈলীবিজ্ঞানে কী করেন ভাষাবিজ্ঞানীরা?
কোনাে লেখকের লেখার শৈলী বিশ্লেষণ করেন শৈলী ভাষাবিজ্ঞানীরা।
সােস্যুর কাকে ‘লাঙ’ (Langue) বলেছেন?
ভাষার নানা উপাদান (ধ্বনি, রূপ বা শব্দাংশ, বাক্য ইত্যাদি) এবং তাদের পারস্পরিক সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জালবিন্যাসকেই সােস্যুর ‘লাঙ’ বলেছেন।
‘পারােল’ বলতে কী বােঝ?
ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নিজস্ব বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচনক্রিয়াকে ‘পারােল’ বলে।
‘আলংকারিক নির্বাচন’ কী?
কোনাে রচনার পরিণামী প্রতিক্রিয়া সম্বন্ধে সচেতনতা তৈরি হলে যে নির্বাচনের প্রসঙ্গ এসে পড়ে, তাকে বলা হয় আলংকারিক নির্বাচন।
রচনার শৈলী বিচার করার ক্ষেত্রে ব্যবহৃত যে-কোনাে তিনটি প্রকরণ বা tool-এর উল্লেখ করাে।
শৈলী বিচারের ক্ষেত্রে ব্যবহৃত তিনটি গুরুত্বপূর্ণ প্রকরণ হল সমান্তরালতা (Parallelism), কোড বা সংকেত বদল (Code-switching) এবং বহুস্বরতা বা বহুধ্বনিময়তা (Polyphony)।
ভারতে অভিধান লেখার সূচনা হয় কোন গ্রন্থের মাধ্যমে?
ভারতে অভিধান লেখার সূচনা হয় যাস্কের নিরুক্ত গ্রন্থ থেকে।
অভিধানকে ভাষার কী জাতীয় বিভাগ বলা হয়?
অভিধানকে ভাষার সংযােগমূলক বিভাগ (Liaison Division) বলা হয়।
আদর্শ অভিধানে প্রতিটি Entry-র বা শব্দের ক-টি স্তর থাকে?
আদর্শ অভিধানে প্রতিটি Entry-র বা শব্দের (১) গঠনগত স্তর, (২) অন্বয়গত স্তর এবং (৩) বাগার্থগত স্তর—এই তিনটি স্তর থাকে।
একভাষিক অভিধান কাকে বলে?
যে অভিধানে এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয়, তাকে বলা হয় একভাষিক অভিধান।
দ্বিভাষিক অভিধান বলতে কী বােঝায়?
যে অভিধানে এক ভাষার শব্দকে সর্বদাই অন্য এক ভাষা দিয়ে ব্যাখ্যা করা হয়, তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান।
ইতিহাসভিত্তিক অভিধান কাকে বলে?
যে অভিধানে কোনাে শব্দের আদি রূপ ও অর্থ এবং পরবর্তীকালের পরিবর্তিত রূপ ও অর্থ প্রকাশ করা হয়, তাকে বলে ইতিহাসভিত্তিক অভিধান।
The Shorter Oxford English Dictionary কী ধরনের অভিধান?
The Shorter Oxford English Dictionary হল একটি ইতিহাসভিত্তিক অভিধান।
‘Dictionary’ শব্দটি কবে, কোথায় পাওয়া যায়?
‘Dictionary’ কথাটি প্রথম পাওয়া যায় ১৫৩৮ খ্রিস্টাব্দে প্রকাশিত থমাস এলিয়টের লাতিন ইংরেজি অভিধানে।
PET-এর সম্পূর্ণ রূপ কী?
PET-এর সম্পূর্ণ রূপ- Positron Emission Tomography।
FMRI-এর সম্পূর্ণ রূপ কী?
FMRI-এর সম্পূর্ণ রূপ- Functional Magnetic Resonance Imaging।
১৮৬১ খ্রিস্টাব্দে পাল ব্রোকা কী উত্থাপন করেন?
১৮৬১ খ্রিস্টাব্দে পল ব্রোকা অ্যানথ্রোপলজিক্যাল সােসাইটি অব পারি-তে এক রােগীর প্রসঙ্গ উত্থাপন করেন, যিনি একুশ বছর ‘তাল’ কথাটি ছাড়া কিছুই উচ্চারণ করতে পারতেন না।
প্রমুখন কী?
বক্তব্যকে পাঠকের সামনে নিয়ে আসাই হল প্রমুখন।
বিচ্যুতি কাকে বলে?
ভাষার প্রতিষ্ঠিত ও প্রচলিত ধারা থেকে বেরিয়ে আসার ঘটনাই হল বিচ্যুতি। লেখক ভাষা-আদর্শের হেরফের ঘটিয়েই বিচ্যুতির সৃষ্টি করেন।
সমান্তরালতা কাকে বলে?
একই কথার পৌনঃপুনিক ব্যবহারই হল সমান্তরালতা।
কোড-বদল কীভাবে করা হয়?
একটি ভাষারীতির মধ্যে অন্য রীতির শব্দ বা বাক্যখণ্ড ব্যবহার করে কোড- বদল করা হয়। যেমন বাংলা কথার মধ্যে ইংরেজি শব্দ বা বাক্যখণ্ড ব্যবহার
বহুস্বরতা বা বহুধ্বনিময়তা কী?
কোনাে বড়াে আখ্যান রচনায় সৃষ্ট বৈচিত্র্যপূর্ণ, বহুসংখ্যক চরিত্র ভিন্ন ভিন্ন স্বরকে প্রতিষ্ঠা করে এবং সেই স্বরগুলি রচনার জটিল বিন্যাসে গ্রথিত হয় এটাই বহুস্বরতা বা বহু ধ্বনিময়তা)
বিষয় অভিধান কাকে বলে ?
যে অভিধানে কোনাে বিশেষ বিষয়ের বর্ণনাযােগ্য সব কিছুই অভিধানের মতাে সাজানাে ও ব্যাখ্যা করা থাকে, তাকে বলা হয় বিষয় অভিধান। যেমন ইতিহাসভিত্তিক অভিধান, অর্থনীতির অভিধান।
স্যার উইলিয়াম জোনস সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন, তার মধ্যে দুটি ভাষার নাম লেখাে।
স্যার উইলিয়াম জোনস সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন, এমন দুটি ভাষা হল-গ্রিক এবং লাতিন।