বিশ্বের তুলাে উৎপাদনকারী দেশগুলি ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। বিশ্বের প্রধান তুলাে উৎপাদনকারী দেশগুলির মধ্যে উল্লেখযােগ্য হল পাকিস্তান। এই দেশে প্রায় 30 লক্ষ হেক্টর জমিতে প্রায় 95 লক্ষ বেল (2012) তুলাে উৎপন্ন হয়। তুলাে উৎপাদনে পাকিস্তান বিশ্বের চতুর্থ (2013) স্থানাধিকারী দেশ। এখানে হেক্টর প্রতি তুলাে উৎপাদনের পরিমাণ প্রায় 3.2 বেল (689 কেজি)। পাকিস্তানে সিন্ধু-উপত্যকায় ও পশ্চিম পাঞ্জাবে জলসেচের সাহায্যে প্রচুর তুলাের চাষ হয়ে থাকে।
(১) পাঞ্জাব : ভাক্কর, মিয়ানওয়ালি, খুসাব, ঝাঙ্গ, ফয়সলাবাদ, মুলতান, লােধরান, রাজনপুর, লায়ালপুর প্রভৃতি।
-
তুলাে উৎপাদনে পাকিস্তানে প্রথম স্থানাধিকারী প্রদেশ।
-
প্রায় 20.2 লক্ষ হেক্টর জমিতে 78.3 লক্ষ বেল তুলাে উৎপাদিত হয়।
-
এই প্রদেশের লায়ালপুরে সর্বাধিক তুলো উৎপাদন করা হয়।
(২) সিন্ধ : সুকুর, খয়েরপুর, সাঙ্গহার, ওমরকোট, মীরপুর খাস, করাচি প্রভৃতি।
-
পাকিস্তানের দ্বিতীয় শ্রেষ্ঠ তুলাে উৎপাদক প্রদেশ।
-
প্রায় 5.6 লক্ষ হেক্টর জমিতে 15.2 লক্ষ বেল তুলাে উৎপাদিত হয়।
(৩) বেলুচিস্তান : চাঘাই, সিবি, নাসিরাবাদ, বােলান, লাসবেলা প্রভৃতি।
-
তুলাে উৎপাদনে পাকিস্তানে তৃতীয় স্থান অধিকার করেছে।
-
প্রায় 3.4 হেক্টর জমিতে ৪9 হাজার বেল তুলা উৎপাদিত হয়।
এ ছাড়া, খাইবার পাখতুনখােয়া প্রদেশে সামান্য তুলাে চাষ করা হয়। পাকিস্তান থেকে চিন, ব্রিটিশ যুক্তরাজ্য ও জাপানে তুলাে রপ্তানি করা হয়।