ভারতের একটি বৃহৎ বেসরকারি ইস্পাত কারখানা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি (TISCO) ঝাড়খণ্ডের জামশেদপুরে (পূর্বনাম সাকচি) সুবর্ণরেখা ও খরকাই নদীর মিলনস্থলে জামশেদজি টাটার উদ্যোগে 1907 সালে স্থাপিত হয়। কারখানাটি লােহা আকরিক ও কয়লাখনির মধ্যবর্তী অংশে অবস্থিত। এখানে লৌহইস্পাত কারখানা গড়ে ওঠার অনুকূল কারণগুলি হলㅡ
[1] আকরিক লোহার সহজলভ্যতা : এই কারখানার জন্য প্রয়ােজনীয় আকরিক লােহা আসে 72-96 কিমি দূরত্বের মধ্যে অবস্থিত ওডিশার গােরুমহিষানি, বাদামপাহাড়, ময়ূরভঞ্জ এবং ঝাড়খণ্ডের সিংভূম অঞ্চলের লােহাখনি থেকে।
[2] পর্যাপ্ত কয়লার জোগান : এই কারখানার প্রয়ােজনীয় কয়লা আসে 177 কিমির মধ্যে অবস্থিত রানিগঞ্জ ও ঝরিয়া কয়লাখনি থেকে।
[3] চুনাপাথর ও ম্যাঙ্গানিজ : 175 কিমি দূরে অবস্থিত ওডিশার সুন্দরগড় জেলার গাংপুর (ম্যাঙ্গানিজ) এবং বীরমিত্রপুর, হাতাবাড়ি (চুনাপাথর) থেকে প্রয়ােজনীয় চুনাপাথর ও ম্যাঙ্গানিজের জোগান দেওয়া হয়।
[4] জল সরবরাহ : কারখানার প্রয়ােজনীয় জল আসে সুবর্ণরেখা নদীর ডিমনা জলাধার থেকে।
[5] বন্দর ও যােগাযােগ ব্যবস্থা : এই অঞ্চল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলপথ ও সড়কপথের মাধ্যমে ভারতের বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত। ফলে পণ্যের আদানপ্রদান ও শ্রমিকদের যাতায়াতের কোনাে অসুবিধা হয় না। এই অঞ্চলের কাছেই রয়েছে কলকাতা, হলদিয়া (250 কিমি) ও পারাদ্বীপ বন্দর। ফলে বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যেরও সুবিধা রয়েছে।
পূর্বতন সােভিয়েত ইউনিয়নের সহায়তায় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঝাড়খণ্ডের ধানবাদ জেলার বােকারােতে দামােদর ও বােকারাে নদীর মিলনস্থলে বােকারাে স্টিল প্ল্যান্ট (1964) স্থাপিত হয়। পরবর্তীকালে ইহা SAIL-এর সাথে যুক্ত হয়। এই কারখানাটি গড়ে ওঠার কারণগুলি হলㅡ
[1] আকরিক লোহার পর্যাপ্ত জোগান : ওডিশার বাদামপাহাড়, গােরুমহিষানি, সুলাইপাত প্রভৃতি স্থান থেকে আকরিক লােহা আমদানি করা হয়।
[2] কয়লার সহজলভ্যতা : কাছেই বােকারাে ও ঝরিয়া থেকে কয়লা পাওয়ার সুবিধা।
[3] চুনাপাথর ও ম্যাঙ্গানিজ : গাংপুর ও বীরমিত্রপুর থেকে ম্যাঙ্গানিজ ও চুনাপাথর পাওয়ার সুবিধা।
[4] জল সরবরাহ : দামােদরের তেনুঘাট জলাধার থেকে জলের সরবরাহ।
[5] পর্যাপ্ত বিদ্যুৎশক্তি : দামােদর অববাহিকার জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ।
[6] যােগাযােগ ব্যবস্থা : পূর্ব রেলের মাধ্যমে উন্নত যােগাযােগ ব্যবস্থা।
[7] বন্দরের সান্নিধ্য : কাছেই কলকাতা ও হলদিয়া বন্দরের মাধ্যমে বাণিজ্যের সুবিধা।