কানাডা বিশ্বে সংবাদপত্র ছাপার কাগজ উৎপাদনে প্রথম (3.87 মিলিয়ন টন, 2012) এবং কাগজ ও কাগজের বাের্ড উৎপাদনে পঞ্চম (2011) স্থানাধিকারী দেশ।
(১) কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণ
-
কানাডার উত্তরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈগা বনভূমি আছে। এখান থেকে কাগজের মণ্ড ও নিউজপ্রিন্ট তৈরির প্রধান উপকরণ নরম কাঠের কোনাে অভাব হয় না।
-
সেন্ট লরেন্স নদী-বন্দর ও সমুদ্রবন্দরগুলি সড়কপথ ও রেলপথ দ্বারা যুক্ত। ফলে স্থলপথ ও জলপথে পণ্যদ্রব্য সহজেই সস্তায় রপ্তানি করা যায়।
-
কানাডা যন্ত্র শিল্পে উন্নত। তাই উন্নতমানের কাগজ তৈরিতে আধুনিক প্রযুক্তির প্রয়ােগ করা হয়। প্রয়ােজনে প্রতিবেশী দেশ থেকে যন্ত্রাংশ আনার সুবিধা পায়।
-
নিজস্ব শ্রমিক ছাড়াও উন্নয়নশীল দেশগুলি থেকে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন বহু সংখ্যক দক্ষ কর্মী কানাডার নাগরিকত্ব গ্রহণ করায় শ্রমিকের অভাব হয় না।
বণ্টন : কানাডায় প্রথম কাগজের কল 1864 খ্রিস্টাব্দে কুইবেকে গড়ে ওঠে। অধিকাংশ কাগজের কল সেন্ট লরেন্স নদীর মােহানা থেকে পশ্চিমে উইনিপেগ পর্যন্ত অন্টারিও, কুইবেক, নিউফাউন্ডল্যান্ড, নিউব্রান্সউইক প্রদেশে গড়ে উঠেছে। কাগজ শিল্পের উল্লেখযােগ্য কেন্দ্রগুলি হল—
(১) অন্টারিও
-
সল্ট সেন্টমেরি,
-
এসপানােলা,
-
কাপুসকাসিং।
(২) কুইবেক
-
মন্ট্রিল,
-
টরােন্টো,
-
থ্রি-রিভারস।
(৩) নিউফাউন্ডল্যান্ড
(৪) নিউব্রান্সউইক
-
সেন্টজন
-
বাথাস্ট
(৫) ব্রিটিশ কলম্বিয়া
কাগজ আমদানিকারক ও রপ্তানিকারক দেশসমূহ
কাগজ ও কাঠের মণ্ড আমদানিকারক প্রধান প্রধান দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স, ব্রিটিশ যুক্তরাজ্য, নেদারল্যান্ড, ব্রাজিল, চিন, ইটালি, বেলজিয়াম, জার্মানি, জাপান প্রভৃতি।
কাগজের প্রধান রপ্তানিকারক দেশগুলি হল—কানাডা, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ডেনমার্ক প্রভৃতি।