পাট একটি বিশুদ্ধ কাঁচামালভিত্তিক শিল্প। ভারতে পাট শিল্পকেন্দ্রগুলি মূলত কাঁচামাল উৎপাদক অঞ্চলে গড়ে উঠেছে। বর্তমানে ভারতে প্রায় 78 টি পাটকল চালু আছে। ভারতের পাট শিল্পকেন্দ্রগুলির বণ্টন নীচের সারণিতে আলােচিত হল―
(১) পশ্চিমবঙ্গ : পাটকলের সংখ্যা 61টি
-
টিটাগড়,
-
জগদ্দল,
-
হাওড়া,
-
বজবজ,
-
ভদ্রেশ্বর,
-
রিষড়া,
-
আগরপাড়া,
-
নৈহাটি,
-
শ্যামনগর,
-
বরানগর,
-
কাকিনাড়া,
-
হালিশহর,
-
বালি,
-
কামারহাটি,
-
বৈদ্যবাটি প্রভৃতি।
(২) অবিভক্ত অন্প্রপ্রদেশ : 7টি
-
নেল্লিমারলা,
-
চিতাভালসা,
-
এলুরু,
-
গুন্টুর,
-
ওঙ্গলে প্রভৃতি।
(৩) বিহার : 3টি
(৪) উত্তরপ্রদেশ : 3টি
(৫) অন্যান্য রাজ্য : 4টি
-
ছত্তিশগড় (রায়গড়),
-
ওডিশা। (কটক),
-
অসম (শিলঘাট),
-
ত্রিপুরা (অরুন্ধতীনগর)।
কর্মসংস্থানের ক্ষেত্র : পাট শিল্প কর্মসংস্থানের একটি প্রধান ক্ষেত্র। এই শিল্পে সরাসরি প্রায় 3.70 লক্ষ (2010) শ্রমিক নিযুক্ত রয়েছে এবং প্রায় 40 লক্ষ পাট চাষির পরিবার এই শিল্পের সঙ্গে জড়িত।
বৈদেশিক মুদ্রা অর্জনকারী দ্রব্য : পাটজাত দ্রব্য ভারতের একটি প্রধান রপ্তানিকারী পণ্য। পাটজাত দ্রব্য রপ্তানি করে 2011-12 খ্রিস্টাব্দে ভারত 1268 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করে।
খাদ্যশস্য রাখার কাজে : ভারতে পাটজাত বিভিন্ন দ্রব্য যেমন থলে, দড়ি প্রভৃতি প্রধানত খাদ্যশস্য রাখার কাজে ব্যবহার করা হয়।
যানবাহন শিল্পেৎ: পাটকে পলিমার হিসেবে ব্যবহার করে তা যানবাহন শিল্প বা অটোমােবাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হচ্ছে। যেমন—সিট তৈরিতে, ট্রাঙ্ক লাইনার ইত্যাদি তৈরিতে।