ভূমিকা: সমর সেন আধুনিক শহুরে কবি। নগরজীবনের যান্ত্রিকতা, প্রাণহীনতা বারবার তাঁর কবিতার প্রতিপাদ্য বিষয় হয়ে উঠেছে। কিন্তু কবির নাগরিক সত্তার বাইরেও একটি পৃথক সত্তা আছে। সেটি হল রােমান্টিক সত্তা, যার পরিচয় পাওয়া যায় তার ‘মহুয়ার দেশ’ কবিতাটিতে।
নাগরিক জীবন থেকে মুক্তি : রুক্ষ, কঠিন নাগরিক জীবনের দুঃখকষ্ট থেকে মুক্তি পেতে কবি মেঘমদির, ভালােবাসায় ভরা মহুয়ার দেশের কল্পনা করেছেন। ধূসর, বর্ণহীন, একঘেয়ে আর ক্লান্তিকর যান্ত্রিক জীবন থেকে নিজেকে টেনে নিয়ে গেছেন স্বপ্নময় মহুয়ার দেশে, সুন্দর প্রকৃতির সান্নিধ্যে। তাই আমরা কবিতার প্রথমেই প্রকৃতির নির্মল- স্নিগ্ধ উজ্জ্বল-সৌন্দর্যের বর্ণনা পাই—“মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে/ অলস সূর্য দেয় এঁকে..”। কবির এই সৌন্দর্যচেতনা দীর্ঘস্থায়ী হয়নি।
রােমান্টিকতায় ভাঙন : নাগরিক যন্ত্রণা, ‘ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস’ শীতের দুঃস্বপ্নের মতাে জেগে ওঠে। শিশিরভেজা স্নিগ্ধ সকালে নিদ্রাহীন খনির শ্রমিকদের দেহে ধুলাের কালিমা রােমান্টিকতাকে ভেঙে দেয়। কবি লেখেন—”ঘুমহীন তাদের চোখে হানা দেয়/কীসের ক্লান্ত দুঃস্বপ্ন।” এই কবিতায় রােমান্টিকতা বাস্তবের সঙ্গে সংঘাতে স্বপ্নের মতাে মায়াময় হয়ে থাকে।
মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন কীভাবে নাগরিক জীবনের ক্লান্তি থেকে শান্তি পাওয়ার কথা বলেছেন?
গদ্যকবিতা হিসেবে মহুয়ার দেশ কবিতাটির সার্থকতা আলােচনা করাে।
গাছগুলাে তুলে আনো, বাগানে বসাও- এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গাছেদের সম্পর্কে কবির মনােভাব আমি দেখি কবিতা অবলম্বনে আলােচনা করাে।
আমার দরকার শুধু গাছ দেখা- বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন?
আরােগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার- কে, কোথায় এ কথা বলেছেন? এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার কীরূপ মনােভাব প্রকাশ পেয়েছে?
বহুদিন জঙ্গলে কাটেনি দিন—কেন কবি এ কথা বলেছেন? এই অভাবপূরণের জন্য কবি কী চেয়েছেন?
শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়—কবির এই মন্তব্যের তাৎপর্য লেখাে।
চোখ তাে সবুজ চায়। /দেহ চায় সবুজ বাগান- কবির এই মন্তব্যটির সার্থকতা কবিতা অবলম্বনে আলােচনা করাে।
আমি দেখি।- পঙক্তিটি সমগ্র কবিতার পরিপ্রেক্ষিতে কীভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আলােচনা করাে।
আমি দেখি কবিতায় কবির নিজস্ব কবিস্বভাবের কী পরিচয় পাওয়া যায় আলােচনা করাে।
আমি দেখি কবিতাটির গঠনবৈশিষ্ট্য আলােচনা করাে।
গাছ আনাে, বাগানে বসাও। -কাদের উদ্দেশে কবি এই আহ্বান জানিয়েছেন? কোথা থেকে গাছ তুলে আনার কথা বলেছেন কবি? পঙক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করাে।