বলী কান্ধারীর সঙ্গে সাক্ষাতে মদীনার অভিজ্ঞতা: কর্তার সিং দুগগালের ‘অলৌকিক’ গল্পে গুরু নানকের কথামতাে এক প্রবল গরমের দিনে তুয়ার্ত মর্দানা জলের জন্য তিন বার দরবেশ বলী কাম্ধারীর কুটিরে যায়। পাহাড় চূড়ার আশ্রমে অনেক কষ্টে পৌঁছােনাের পরেও প্রত্যেকবারই তাঁর প্রাপ্তি ছিল শুধু প্রত্যাখ্যান আর উপেক্ষা। প্রথমবার বলী কান্ধারী কুয়াের দিকে ইঙ্গিত করলেও মর্দানা পির নানকের সঙ্গী শুনে তিনি তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেন। ক্ষোভে, দুঃখে নিজের বিরক্তি প্রকাশ করা সত্ত্বেও মর্দানা নানকের কথা মেনে আবার বলী কান্ধারীর কাছে যান। কিন্তু এবারও মর্দানাকে ‘কাফেরের শিষ্য’ বলে বলী কান্ধারী তাড়িয়ে দেন। অত্যন্ত করুণ অবস্থায় নানকের কাছে। ফিরে আসার পর মৃতপ্রায় মর্দানাকে ‘জয় নিরঙ্কার’ বলে আবারও বলী কান্ধারীর কাছে যেতে বলেন নানক। গুরুর আদেশ অমান্য করতে না পেরে মর্দানা আবারও দীর্ঘ প্রচেষ্টার পরে বলী কান্ধারীর কাছে যায়। কিন্তু পির হওয়া সত্ত্বেও নানক তার শিষ্যের জন্য জল জোগাড় করতে পারছেন না, এই কটাক্ষ করে মর্দানাকে ফের ফিরিয়ে দেন বলী কান্ধারী। ফিরে এসে মর্দানা তৃয়ার্ত গুরু নানকের পায়ের কাছে মূৰ্ছিত হয়ে পড়ে। এইভাবে বলী কান্ধারীর সঙ্গে প্রতিবার সাক্ষাতেই অত্যন্ত তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয় মর্দানা।
হাসান আব্দালে এখন যার নাম পাঞ্জা সাহেব, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে।—এই ঘটনাটি উল্লেখ করাে।
এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও।—কোন্ প্রসঙ্গে কে মন্তব্যটি করেছিলেন? বক্তার এই মন্তব্যে কি কোনাে কাজ হয়েছিল? এই বিষয়ে বক্তাকে এরপরে কী ভূমিকা নিতে হয়েছিল?
উনি রীতিমত হতভম্ব। -উনি বলতে কার কথা বলা হয়েছে? তার হতভম্ব হওয়ার কারণ কী ছিল?
মার সঙ্গে তর্ক শুরু করি। -কে মা-এর সঙ্গে তর্ক শুরু করেন? তর্কের বিষয়ই বা কী ছিল?
মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শােনালেন, -ঘটনাটি উল্লেখ করাে। এতে বক্তার মধ্যে কী প্রতিক্রিয়া হয়েছিল?
ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানাে গেল, পাথরের চাই থামানাে যাবে না কেন?— কে, কখন, কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন? মন্তব্যটির পরিপ্রেক্ষিত আলােচনা করাে।
ঠিক হল, ট্রেনটা থামানাে হবে।—কোন্ ট্রেনের কথা বলা হয়েছে? সেটি কীভাবে থামানাে হয়েছিল?
ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানাে গেল, পাথরের চাই থামানাে যাবে না কেন?—ট্রেন থামানাের দরকার হয়েছিল কেন? ট্রেন কীভাবে থামানাে হয়েছিল?
চোখের জলটা তাদের জন্য।-বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সে ঘটনাটি সংক্ষেপে লেখাে।
অলৌকিক গল্পের মূল বক্তব্য সংক্ষেপে আলােচনা করাে।
অথবা, অলৌকিক গল্পে অলৌকিক বলতে গল্পকার কী বুঝিয়েছেন?
অলৌকিক গল্পটি ছােটোগল্প হিসেবে কতটা সার্থক তা নিজের ভাষায় আলােচনা করাে।
গল্পটা মনে পড়লেই হাসি পেত।- কোন্ গল্পের কথা বলা হয়েছে? এই গল্পের প্রতি বক্তার কীভাবে বিশ্বাস জন্মেছিল?