শৈলীবিজ্ঞানের বিশেষ বিশেষ প্রকরণ (Tool) গুলি হল一 (১) প্রমুখন (Foregrounding), (২) বিচ্যুতি বা বিসারণ (Deviation), (৩) সমান্তরালতা (Parallelism), (৪) কোড-বদল বা সংকেত-বদল (Code Switching) এবং (৫) বহুস্বরতা বা বহুধ্বনিময়তা (Polyphony)।
শৈলীবিজ্ঞানের মূলে রয়েছে রচনাকারের নির্বাচন। শৈলীর তিনটি জনপ্রিয় সংজ্ঞা হল”স্টাইল হল প্রচলিত আদর্শ থেকে বিচ্যুতি। “স্টাইল হল একধরনের বিন্যাসের পুনরাবৃত্তি বা সমাহার।” “স্টাইল হল ব্যাকরণের সম্ভাবনার বিশেষ নিষ্কাশন।”—এই তিনটি সংজ্ঞাতেই রচয়িতার নির্বাচনের প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে। যে মুহূর্তে রচনার পরিণামী প্রতিক্রিয়া সম্বন্ধে আমরা সচেতন হই, তখনই এসে পড়ে লেখকের নির্বাচনের বিষয়টি। ভাষাবিজ্ঞানী মিলিচ একে বলেছেন Rhetorical Choice বা আলংকারিক নির্বাচন।
ভাষিক উপাদান ব্যবহারের পৌনঃপুনিকতা এবং প্রয়ােগের বৈশিষ্ট্য ও ক্ষেত্রের প্রভেদই লেখকভেদে অথবা একই লেখকের রচনাভেদে স্বাতন্ত্র্য এনে দেয়। এই জাতীয় শৈলীবিচারে সংখ্যাতত্ত্ব একটি বড়াে ভূমিকা নিতে পারে। কোনাে রচনায় বিভিন্ন নামপদের সংখ্যাগত প্রাধান্য, ক্রিয়া ও ক্রিয়াবিশেষণের অনুপাত, দীর্ঘ ও হ্রস্ববাক্যের অনুপাত, পুনরুক্তির ব্যবহার, আতিশয্যমূলক শব্দের ব্যবহার—প্রভৃতি সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে এক-একজন লেখকের বিশেষ শৈলী সম্বন্ধে চমকপ্রদ অনুসন্ধান করা হয়। এটাকেই শৈলীর নির্বাচন প্রকরণ বলে উল্লেখ করেছেন প্রশ্নকর্তা যা প্রকৃতপক্ষে শৈলীর বৈশিষ্ট্য, তার ব্যবহৃত প্রকরণগুলির কোনাে-এক বিভাগ নয়।
অভিধান বিজ্ঞান কাকে বলে? অভিধান কত রকমের হতে পারে তার সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, অভিধান বিজ্ঞান কী? বিষয়টি ভাষাবিজ্ঞান অনুসারে ব্যাখ্যা করাে।
ধ্বনিমূল সম্পর্কে তােমার ধারণাটি সংক্ষেপে স্পষ্ট করাে।
ধ্বনিমূলের স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য (Distinctive feature) উদাহরণ সহযােগে বুঝিয়ে দাও।
ধ্বনিতত্ত্বে ন্যূনতম শব্দজোড়ের (Minimal pair) ভূমিকা সবিস্তারে লেখাে।
সহধ্বনির (Allophone) স্বরূপ বিশ্লেষণ করাে।
বিভাজ্য ধ্বনিমূল ও অবিভাজ্য ধ্বনিমূলের তুলনামূলক আলােচনা করাে।
উদাহরণ সহযােগে ধ্বনিমূলের অবস্থান (Distribution) ব্যাখ্যা করাে।
কয়েকটি পদ্ধতির সাহায্যে খুব সংক্ষেপে ভাষায় উচ্চারিত বিভিন্ন ধ্বনির মধ্যে ধ্বনিমূল ও সহধবনি শনাক্ত করাে।
অথবা, ভাষার ধ্বনিমূল এবং সহধ্বনি শনাক্তকরণের প্রধান তিনটি পদ্ধতির আলােচনা সংক্ষেপে করাে।
উদাহরণসহ ধ্বনিমূল এবং সহ ধ্বনির সম্পর্ক নির্ণয় করাে।
দুটি করে উদাহরণ-সহ গুচ্ছ ধ্বনি ও যুক্ত ধ্বনি-র পরিচয় দাও।
অবিভাজ্য ধ্বনি বলতে কী বােঝ? উদাহরণসহ অবিভাজ্য ধ্বনিগুলি সম্পর্কে আলােচনা করাে।
অথবা, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও।
উদাহরণসহ গুচ্ছ ধ্বনির পরিচয় দাও।