AB রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। কারণ A গ্রুপের রক্ত দাতা A ও AB গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে। আবার B গ্রুপের ব্যক্তি B ও AB গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে। এছাড়া O গ্রুপের ব্যক্তি সকল গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে। A, B, AB ও O এই চারটি গ্রুপের ব্যক্তি AB গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে। সুতরাং বলা যায় AB গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়।
Leave a comment