উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘সমস্যাপূরণ’ গল্পটিতে মীর্জাবিবির পুত্র অছিমদ্দি। ঝিঁকড়াকোটার একটি সচ্ছল পরিবারের সন্তান। কারো দয়া-দাক্ষিণ্যের উপর চলে না। তাই নিজের ভিতর একটা আত্ম-অহমিকাও কাজ করে অছিমদ্দির ভিতর। পিতার জমিদারি হাতে পেয়ে বিপিন পূর্বপুরুষের জমিদারির প্রথা মেনে না নিয়ে নিজের মতো সবকিছু চালাতে থাকেন এবং প্রায় সকলকেই তিনি তার অধীনে আনতে সমর্থ হন। শুধু মীর্জাবিবির পুত্র অছিমদ্দিন বিপিনের বশ্যতা স্বীকার করেনি। তাই তার সাথে তার মকদ্দমা পর্যন্ত চলতে থাকে। অছিমদ্দিন যখন দেনার দায়ে ভারাক্রান্ত তখন তার আংশিক জয় আসতে থাকে কিন্তু মহাজনের দেনার দায়ে তার যথাসর্বস্ব নিলাম হয়। অছিমদ্দি অর্থকষ্টে ভুগতে থাকে। তার হাতে একটি পয়সাও থাকে না এবং আজকাল তাকে ধারেও কেউ কিছু দেয় না। সে বাজারে আসে একটি কাটারি এবং একটি পিতলের থালা বন্ধক রাখার জন্য। বিপিনবিহারীও ঘটনাক্রমে দু’তিনজন লাঠিয়ালসহ সেখানে যায়। একসময় অছিমদ্দি বিপিনকে আক্রমণ করে বসলে তাকে পুলিশে দেওয়া হয়। সে বিচারের মুখোমুখি দাঁড়ায়। বিপিনের পিতা কৃষ্ণগোপাল কাশী থেকে এসে বিপিনকে বলে
“অছিম যাহাতে খালাস পায় সেই চেষ্টা করিতে হইবে এবং উহার যে সম্পত্তি কাড়িয়া লইয়াছ তাহা ফিরাইয়া দিবে।” কারণ হিসেবে কৃষ্ণগোপাল জানায়: “অছিমদ্দি তোমার ভাই হয়, আমার পুত্র।”
Leave a comment