অথবা, কৃষ্ণের প্রতি অভিমান করে রাধা তার সখীকে যে কথা বলেছে তার বর্ণনা দাও
উত্তর : সখীকে আপন দুঃখের কথা বলতে গিয়ে রাধা এখানে বলছে যে, সে তার প্রাণ ধরে রাখতে পারছে না। কেননা তার বঁধুয়া অর্থাৎ প্রেমিক কৃষ্ণ তার বাড়ির আঙিনা দিয়ে অন্য নারীর বাড়ি যায়। সে বঁধু কৃষ্ণ কালিয়া রাধার দিকে ফিরেও তাকায় না। সে কৃষ্ণের মনকে বিরূপ করেছে, সে তার উচিত কর্মফল পাবে। কৃষ্ণের জন্য রাধা সমাজ, সংসার, কুল, মান, লজ্জা, ভয় সবই ত্যাগ করেছে। লোকের নিন্দা, অপবাদ সহ্য করেছে। সেই কৃষ্ণ গুণবিধি রাধাকে ছেড়ে অন্য নারীতে আসক্ত হয়েছে। যে অপরাধিনী নারী কৃষ্ণের মনকে রাধার প্রতি বিরূপ করে নিজের প্রতি আকৃষ্ট করেছে তার প্রতি রাধার চরম অভিশাপ ব্যক্ত হয়েছে।
সুতরাং খণ্ডিতা রাধা কৃষ্ণের প্রতি অভিমানে অশ্রুসিক্ত; শ্যামকে ভাঙিয়ে নেওয়ার তুলনায় মর্মান্তিক আর কি দুঃখ তার থাকতে পারে।
Leave a comment