অথবা, রূপ লাগি আঁখি ঝরে গুণে মন ভোর। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর॥ – কে কার রূপে মুগ্ধ? সংক্ষেপে আলোচনা কর

উত্তর : শ্রীমতি রাধা সখীর কাছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলেছে। শ্রীকৃষ্ণের দর্শন লাভে ধন্যা রাধা তার মনের আর্তি প্রকাশ করে বলেছে যে, কৃষ্ণের রূপ রাধার চোখে জলের ধারা বইয়ে দিয়েছে। কৃষ্ণের গুণরাশি রাধার মনকে বিভোর করে রেখেছে। কৃষ্ণের প্রতিটি অঙ্গ রাধার চিত্তকে এমনভাবে আকর্ষণ করেছে যে, তার সান্নিধ্য পাওয়ার জন্য রাধার প্রতিটি অঙ্গ যেন ব্যাকুল হয়ে পড়েছে। দুটি হৃদয়ের মিলনের জন্য রাঁধাচিত্ত যেন ব্যাকুল, প্রাণে প্রাণে মিশিয়ে দিতে না পারা পর্যন্ত রাধাচিত্ত স্থির হতে পারছে না। কৃষ্ণের রূপ রাধার হৃদয়ের ব্যাকুলতা দূর করেনি। কৃষ্ণের দর্শন ও পরশ লাভের জন্য তাঁর গা এলিয়ে পড়েছে। গুরুজন ও পূজনীয়দের মধ্যে থেকেও রাধা শ্যাম প্রসঙ্গে পুলক অনুভব করে। এ পুলক ঢেকে রাখতে সে অনেক চেষ্টা করে। দু’চোখে জল বয়, যা দেখে ঘরের লোকজন কানাকানি করে।

সুতরাং কৃষ্ণের জন্য রাধার এ আকুলতার মধ্য দিয়ে সত্য চেতনার প্রকাশ লক্ষণীয়।