অথবা, গোবিন্দদাস শ্রীকৃষ্ণের রূপের যে বর্ণনা দিয়েছেন তা সংক্ষেপে লেখ

উত্তর : বৈষ্ণবপদাবলী বাংলা সাহিত্যের অপূর্ব সৃষ্টি। বৈষ্ণব কবিরা কৃষ্ণের চরিত্রকে অবলম্বন করে পদাবলীকে অভিনব রস সৃষ্টিতে পারঙ্গমতার পরিচয় দিয়েছেন। আর এ কাব্যের প্রধান চরিত্র শ্রীকৃষ্ণ। কবি গোবিন্দদাস কৃষ্ণের রূপের যে বর্ণনা দিয়েছেন তা সত্যিই বিস্ময়কর। কবি কৃষ্ণের স্বরূপ সম্পর্কে বলতে গিয়ে এখানে বলেছেন যে, শ্রীকৃষ্ণ নন্দরাজের পুত্র। তাঁর চাঁদের মতো রূপ ও চন্দনের গন্ধকে জিনিয়া অঙ্গের রূপ ও সৌরভ। মেঘের ন্যায় সুন্দর সে নব ঘনশ্যাম। শঙ্খের ন্যায় সুন্দর তার গ্রীবা অর্থাৎ স্কন্ধ। হাতির মতো সুন্দর কৃষ্ণের চলার ভঙ্গি। তাঁর প্রেমে আকুল গোপ গোকুলের কুলবধূগণ এবং সে তাদের প্রিয় বল্লভ। তার চোখ সুন্দর, কুসুম রঞ্জিত; চুল বেত গাছের যেন ঝোঁপ। কৃষ্ণ সজ্জন ব্যক্তি। মাথায় শোভা পায় ময়ূরের শিখা। ক্রীড়া ও নৃত্যগীতিতে সে তালবৃক্ষের ন্যায় উন্নতশির পণ্ডিত। তার বাহু দুটি লম্বা, পদ্মায়াতন আঁখি এবং শ্রুতি সুখকর।

এভাবে গোবিন্দদাসের পদে ধ্বনিময় অলঙ্করণে কৃষ্ণরূপ বর্ণনার চিত্র এখানে উদ্ভাসিত।