অথবা, রাধার অভিসার যাত্রার কৌশল ব্যাখ্যা কর

অথবা, কণ্টক গাড়ি কমল-সম-পদতলে মঞ্জীর চিরহি ঝাঁপি গাগরি-বারি ঢারি করি পিছল চলতহি অঙ্গুলি চাপি ॥ – ব্যাখ্যা কর

উত্তর : বৈষ্ণব পদাবলীতে রাধার অভিসারের বিচিত্র রূপের বর্ণনা দেওয়া হয়েছে। রাধা আঙ্গিনায় কাঁটা পুতে, কমলসম পায়ের নূপুর কাপড়ে ঢেকে, কলসীর জল ঢেলে আঙ্গিনা পিছল করে, আঙুল টিপে টিপে তার উপর দিয়ে হাঁটছে। কৃষ্ণের অভিসারের জন্য রাধা মন্দিরে রাত জেগে দূরের পথে যাওয়ার জন্য সাধনা করেছে। অন্ধকার পথে যেতে হবে, সেজন্য রাধা দু’হাতে চোখ ঢেকে পথে চলছে। হাতের কাঁকন পণ রেখে সাপুড়ের কাছে সাপ ধরার কৌশল শিখেছে। গুরুজনের কথায় রাধা বধির হয়ে থাকে; এক শোনে অন্য জবাব দেয়। পরিজনদের কথায় মুগ্ধার মতো হাসে। কবি গোবিন্দদাস যেন তার সাক্ষী।

কৃষ্ণরূপে মুগ্ধ রাধা অভিসারে যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে।