অথবা, শ্রীরাধার প্রধান গুণাবলির পরিচয় দাও
উত্তর : বৈষ্ণব পদকর্তারা রাধাকে মর্ত্যের চিরন্তন। প্রেমিকার মতোই সাজিয়েছেন। রাধার গুণাবলিতে কবিরা মুগ্ধ। কবিদের দৃষ্টিকোণ থেকে রাধার গুণাবলিসমূহ মথুরা, নববয়া (মধ্য কৈশোরস্থিতা), চপলাপান্দী (চঞ্চল কটাক্ষশালিনী), উজ্জ্বলস্মিতা (ঈষৎ হাস্যময়ী প্রসন্নোজ্জ্বলা, গন্ধোন্মাদিতমাধবা (যার অঙ্গপরিমলে মাধব উন্মত্ত), রম্যবাক (সুমধুর ভাষিণী), সংগীত প্রসরাভিজ্ঞা (যার গানে স্থাবর জঙ্গল মুগ্ধ), বিনীতা, বিদগ্ধা (সুরসিকা), নর্মপণ্ডিতা (বচনে এবং আচরণে সুদক্ষা, রহস্যময়ী), করুণাপূর্ণ, পাটবাম্বিতা (চাতুর্যা শালিনী), লজ্জাশীলা, মর্যাদাশালিনী, গাম্ভীর্যশালিনী, সংগীতপ্রসরাভিজ্ঞা (যার গানে স্থাবর জঙ্গল মুগ্ধ), চারু সৌভাগ্য রেখাঢ্যা (হস্তপদে সৌভাগ্যদ্যোতক রেখাযুক্তা), সুবিলাসা (বিলাসকলাভিজ্ঞা), ধৈর্যশালিনী প্রভৃতি গুণের পরিচয় পাওয়া যায় রাধা চরিত্রে। তাই রাধা চরিত্রের মধ্যে আমরা যে মানবিক গুণাবলির পরিচয় পাই তা বৈষ্ণব পদাবলীর এক অনন্য সৃষ্টি।
Leave a comment