অথবা, নায়িকার অষ্ট অবস্থার বর্ণনা দাও

উত্তর : বৈষ্ণব পদাবলিতে প্রধান নায়িকা কৃষ্ণের প্রেমিকা রাধা। রাধাকৃষ্ণের প্রেমলীলাই এ কাব্যের উপজীব্য। সমর্থা নায়িকা বলতে বুঝায় যে নায়িকা অন্তরে স্বতঃসিদ্ধ কৃষ্ণরতি এবং যাঁর রতির মূলে আছে একমাত্র কৃষ্ণেন্দ্রীয় প্রীতি এবং প্রেমে কৃষ্ণ বশীভূত। যেমন-বৃন্দাবনের শ্রীরাধা, ললিতা, বিশাখা, চন্দ্রাবলি সমর্থা নায়িকা। এদের মধ্যে শ্রীরাধা সর্বশ্রেষ্ঠ। নায়িকার আটটি অবস্থা থাকে। নিচে বৈষ্ণব পদাবলী অবলম্বনে রাধার তথা নায়িকার অষ্ট অবস্থার বর্ণনা দেওয়া হলো:

  1. অভিসারিকা : প্রিয় মিলনের জন্য কুঞ্জ অভিমুখে গমনকারিণী।
  2. বাসকসজ্জা: মিলনের উদ্দেশ্যে নিজ অঙ্গসজ্জা এবং গৃহ সজ্জায় নিরতা।
  3. উৎকণ্ঠিতা : নায়কের জন্য গৃহকুঞ্জে উৎসুকভাবে অপেক্ষারতা।
  4. বিপ্রলব্ধা : নায়কের দ্বারা প্রতারিত অথবা বঞ্চিতা।
  5. খণ্ডিতা : প্রতিনায়িকার কাছ থেকে আগত নায়ককে দেখে রুষ্টা।
  6. কলহান্তরিতা : নায়ককে হারিয়ে নায়িকার অনুতপ্তা।
  7. প্রোষিতভর্তৃকা : নায়কের মথুরা গমনে নায়িকার বিরহ।
  8. স্বাধীনভর্তৃকা : নায়ককে নিজ অধিকারের মধ্যে লাভকারিণী।

উপর্যুক্ত আটটি অবস্থায় নায়িকার বিরহ প্রকাশ পায়। তাই আটটি অবস্থাই নায়িকার বিশ্লেষণ তথা বিশেষ গুণ।