পশ্চিমবঙ্গের বিস্তার সবচেয়ে কম উত্তর দিনাজপুর জেলায়। সংকীর্ণ উত্তর দিনাজপুর জেলার ভূখণ্ড উত্তরের জলপাইগুড়ি এবং কোচবিহার সমভূমিকে দক্ষিণের মালদহ জেলার সঙ্গে যুক্ত করেছে। মহানন্দা নদী এই সংকীর্ণ ভূখণ্ডের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তাই এই সংকীর্ণ ভূমিভাগটিকে (উত্তর দিনাজপুর) মহানন্দা করিডোর বলা হয়। একে চিকেনস নেক-ও বলে।

অন্যভাবেঃ

উত্তরবঙ্গ সমভূমি জলপাইগুড়ি জেলার দক্ষিণভাগ, কোচবিহার জেলার দক্ষিণাংশ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা নিয়ে গড়ে উঠেছে। এর মধ্যে উত্তর দক্ষিণ প্রবাহিত মহানন্দা নদীর সংকীর্ণ উপত্যকাটি উত্তরের জলপাইগুড়ি ও কোচবিহারের সমভূমিকে দক্ষিণে মালদহের সমভূমির সঙ্গে যুক্ত করেছে। এজন্য উত্তর দিনাজপুর জেলা ও সংলগ্ন এলাকায় অবস্থিত ওই সংকীর্ণ উপত্যকা তথা ভূখণ্ডটিকেই মহানন্দা করিডর বলে।