প্রশ্নঃ উদাহরণসহ বাংলা বানানে উ-কার ব্যবহারের সূত্রগুলো উল্লেখ কর।

বাংলা বানানে উ-কার ব্যবহারের নিয়ম/সূত্রঃ বাংলা বানানে উ-কার (ু) ব্যবহারের নিয়মগুলো নিম্নে উপস্থাপন করা হলো-

১. সকল অ-তৎসম শব্দে অর্থাৎ তদ্ভব, অর্ধ-তৎসম, দেশি ও বিদেশি শব্দে উ-কার হবে। যেমন- পূর্ব > পুব, পূজা > পুজো, কুলা, হুকুম, বুলেট পুলিশ ইত্যাদি।

২. অ-তৎসম বা বাংলা ক্রিয়াবাচক পদে উ কার (ু) হয়। যেমন- আসুন, বসুন, বলুন, শুনুন ইত্যাদি।

৩. উ-যুক্ত প্রত্যয়যোগে গঠিত শব্দে উ-কার (ু) ব্যবহার হয়। যেমন- ইচ্ছা + উক = ইচ্ছুক, নিন্দা + উক = নিন্দুক ইত্যাদি।

৪. উ-কারান্ত উপসর্গযোগে গঠিত শব্দে উ-কার ব্যবহার হয়। যেমন- দুর্নাম, সুবোধ, অনুকরণ ইত্যাদি।

৫. দ্বিরাবৃত্ত শব্দে উ-ধ্বনিতে সর্বত্রই উ-কার হয়। যেমন- চুলাচুলি, হুড়োহুড়ি, খুনোখুনি ইত্যাদি।

৬. ‘উপ’ উপসর্গ বা ‘উপ’ অব্যয়যোগে গঠিত শব্দের বানানে উ-কার হয়। যেমন- গ্রহ, উপকার, উপনদী, উপজেলা ইত্যাদি।

৭. সমাসবদ্ধ পদের পূর্বপদের শেষে উ-কার থাকলে তা বহাল থাকে। যেমন- প্রভুভক্ত, গুরুগম্ভীর, অনুগমন ইত্যাদি।