হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাব্যের নাম বৃত্রসংহার। হেমচন্দ্র মহাভারত থেকে এ কাব্যের কাহিনি সংগ্রহ করেছেন। এ কাব্যের কাহিনি বস্তু হচ্ছে স্বর্গ উদ্ধারের জন্য দধিচীর অস্থিদান এবং অধর্মের ফলে বৃত্রের সর্বনাশ। কাব্যটি দুটি খণ্ডে মোট পঁচিশটি সর্গে বিভক্ত। ডক্টর সুরেশচন্দ্র মৈত্রের মতে “স্বর্গ উদ্ধার বা বৃত্রবধ এবং দধিচীর আত্মত্যাগ কাহিনি মহাকাব্যের বিষয়বস্তু রূপে গৃহীত হবার যোগ্যতা রয়েছে।”
- হেমচন্দ্রের কাব্যে নবযুগের ভাবনা প্রকাশ পেয়েছে জাতীয়তাবাদী ভাবচেতনাকে অবলম্বন করে। কিন্তু এ চেতনাবোধ হিন্দু সংস্কার ও নৈতিক আদর্শের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় তার স্বদেশিকতার বাণী ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
- . শিল্পরীতি ও গঠন কৌশলের বিচারে ‘বৃত্রসংহার’ সার্থক মহাকাব্য নয়। কাব্যের বিষয়বস্তু মহাকাব্যোচিত হলেও কাব্যবোধের অভাবজনিত কারণে বৃত্রসংহার মহাকাব্য হতে পারেনি।
- চরিত্র সৃষ্টিতে হেমচন্দ্র বিশেষ কোনো দক্ষতার পরিচয় দিতে পারেননি।
- এ কাব্যের কাহিনি বিন্যাসে শুধু ন্যায় অন্যায়ের দ্বন্দ্বে ন্যায়ের প্রতিষ্ঠা ছাড়া কোনো দার্শনিক ভাবদৃষ্টির পরিচয় নেই। তাছাড়া গম্ভীর পরিবেশের লৌকিক ভাবানুভূতির বহিঃপ্রকাশ উদাত্ত চরিত্র সৃষ্টির অক্ষমতা, রোমান্টিক ভাবাদর্শ কাব্যটিকে মহাকাব্যোচিত মহিমা ও গৌরব থেকে বিচ্যুত করেছে। ড. শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বৃত্র ও ঐন্দ্রিলার দাম্পত্য সম্পর্ক। এদের স্থূল অভিমান ও ভোগ স্পৃহায় প্রকৃত জীবনের বস্তুরস ও মনস্তাত্ত্বিক জটিলতাই মুখ্য উপাদান। এরা কেহই মহাকাব্যের নায়ক নায়িকার উপযুক্ত নহে।”
বৃত্রসংহার কাব্য ছন্দ ও ভাষার দিক থেকে ত্রুটিমুক্ত নয়। কাব্যটিতে অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করতে গিয়ে কবি অমিত্রাক্ষর ছন্দের ধ্বনি নির্ঘোষ ও বৈশিষ্ট্যকে রক্ষা করতে পারেননি। মহাকাব্যের উপযুক্ত ভাষা প্রয়োগে হেমচন্দ্র ব্যর্থ হয়েছেন। এ কাব্যের ভাষা আরষ্ট ও দুর্বল, উপমা, রূপক ও অলঙ্কার প্রয়োগে হেমচন্দ্র মহাকাব্যিক গম্ভীর ও মহত্ত্বব্যঞ্জক পরিবেশ সৃষ্টি করতে পারেননি। ডক্টর অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, “মহাকাব্যের বিশালতা সৃষ্টিতে হেমচন্দ্র আদৌ সিদ্ধিলাভ করেননি। তাঁর প্রতিভার সেরূপ দিগন্তপ্রসারী সৃষ্টি ক্ষমতা ছিল না। তাছাড়া গভীর অনুভূতি এবং বৃহৎ জীবনবোধের অভাব ছিল বলে হেমচন্দ্র এ বিশালকায় মহাকাব্যের মর্মগ্রাহীর স্বরূপ ফুটাইতে পারে।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লেখায় কোন ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ।
Leave a comment