উত্তর: বাংলা কাব্যে মহাকাব্যের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:
১. মহাকাব্য বড়ো একটা ঘটনাকে আশ্রয় করে রচিত হবে এবং সে ঘটনা হবে ঐতিহাসিক বা পৌরাণিক।
২. মহাকাব্যের নায়ক হবে সদ্বংশজাত ধীরোদাত্ত গুণ সম্পন্ন ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয়।
৩. শৃঙ্গার, বীর বা শান্ত এ জাতীয় রস কাব্যের প্রধান রস বলে বিবেচিত হবে।
৪. কাব্যের সর্গ সংখ্যা থাকবে অষ্টাধিক।
৫. ছন্দ বৈচিত্র্যসহ সর্গটি এক ছন্দে রচিত হবে।
৬. পটভূমি হতে হবে সর্গ, মর্ত্য ও পাতাল প্রসারী এবং তাতে যুদ্ধ মৃগয়া; প্রকৃতি ও সমুদ্রের বর্ণনা থাকবে।
৭. গ্রন্থের শুরুতে থাকবে আশীর্বাদ, নমস্কার ও বস্তু নির্দেশ।
৮. মহাকাব্য পাঠে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এ চতুর্বর্গ ফল লাভ হবে।
৯. বিষয় অনুযায়ী সর্গের নামকরণ করতে হবে এবং নায়কের নাম বা কাব্যের বর্ণনীয় বিষয় অনুসারে মহাকাব্যের নামকরণ করতে হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লেখায় কোন ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ।
Leave a comment