ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম বাংলা গদ্যে নতুনত্ব আনয়ন করেন। তাঁর গদ্যরীতির বৈশিষ্ট্যগুলো নিম্নরূপÑ
১. তিনি গদ্যকে অনাবশ্যক সমাসাড়ম্বর থেকে মুক্ত করেন।
২. গদ্যে ব্যবহৃত পদগুলোর মধ্যে অংশ যোজনার সুস্থ নিয়ম প্রতিষ্ঠিত করেন।
৩. বিদ্যাসাগর বাংলা গদ্যকে সর্বপ্রকার ব্যবহার করেন।
৪. গদ্যের ভাষাকে সাবলীল ও শ্রুতিমধুর করেন।
৫. গদ্যের পদগুলোর মধ্যে ধ্বনি সামঞ্জস্য বিধান করেন।
৬. গদ্যের গতির মধ্যে একটি অনতিলক্ষ ছন্দস্রোত আবিষ্কার করেন।
৭. যথাযথ ব্যবহার ও সরল ভাষার আমদানি করে বিদ্যাসাগর বাংলা গদ্যকে সৌন্দর্য ও পরিপূর্ণতা প্রদান করেন।