যেহেতু উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুদের গড় গতিবেগ বৃদ্ধি পায়, সুতরাং পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ বৃদ্ধি পায়। পাত্রের দেওয়ালে গ্যাস অণুগুলির সংঘর্ষজনিত কারণে গ্যাসের চাপ বৃদ্ধি পায়। আবার উষ্ণতা হ্রাস করলে গ্যাসের চাপও হ্রাস পায়।