৩। মানব দেহের পরিপাকতন্ত্রের মধ্যে সবচেয়ে বড় তন্ত্রটি হল ক্ষুদ্রান্ত যার গড় দৈর্ঘ হল প্রায় ৭ মিটার।

৪। মানব দেহে পেশির সংখ্যা ৬৩৯।

৫। পূর্নবয়স্ক মানুষের দেহে মোট ২০৬ টি হাড় থাকে।

৬। মানুষের দুধ দাঁতের সংখ্যা ২০ টি।

৮। মানুষের পাঁজরে হাড়ের সংখ্যা ২৪ টি, দুই পাশে ১২ টি করে।

৮। রক্ত পরিবহনতন্ত্রের সবচেয়ে সবচেয়ে বড় ধমনী হল Aorta।

৯। মানুষের পায়ে হাড়ের সংখ্যা ২৬ টি।

১০। পূর্নবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা ২০৬ টি হলেও, শিশুদের মোট ৩০০ টি হাড় থাকে। বয়স বাড়ার সাথে সাথে এই সংখ্যা কমতে থাকে।

১১। মানুষের এক বাহুতে মোট ৭২ টি পেশি থাকে।

১২। মানুষের দেহে সবচেয়ে বড় গ্রন্থি হল লিভার।

১৩। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গটি হল ত্বক।

১৪। মানবদেহের সবচেয়ে বড় কোষটি হল ডিম্বানু বা ওভাম।

১৫। মানব দেহের সবচেয়ে ক্ষুদ্র হাড় হল stapes যা ইয়ারড্রাম এর কাছে অবস্থিত।

১৬। লোহিত রক্ত কনিকার গড় আয়ু হল ১২০ দিন।

১৭। মানবদেহের দীর্ঘতম কোষ হল স্নায়ু কোষ।

১৮। মানবদেহের ক্ষুদ্রতম পেশি হল স্টেপিডিয়াস যা মধ্যকর্ণে অবস্থিত।

১৯। মানবদেহের সবচেয়ে দীর্ঘ এবং শক্ত হাড় হল ফিমার।

২০। আমাদের সবচেয়ে বড় পেশি হল gluteus Maximus যা আমাদের পশ্চাদ অঞ্চলে অবস্থিত

২১। মানবদেহের সবচেয়ে শক্ত পেশি হল Masseter বা jaw muscle।

২২। আমাদের সবচেয়ে দীর্ঘ স্নায়ুর নাম Sciatic Nerve।

২৩। মানবদেহের দীর্ঘতম জিনের নাম DMD বা ডিস্টরফিন।