বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল

এলএলবি (অনার্স) পরীক্ষা,২০২০ (ডিসেম্বর)

সময়ঃ ৪ ঘন্টা                                                                                                নম্বরঃ১০০


ক বিভাগ


আটটি প্রশ্নের মধ্যে যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও । সকল প্রশ্নের মান সমান।          ৪x ২০=৮০ নম্বর

১.সাইবার আইনের উদ্দেশ্যগুলো কি কি?   এই আইন  পাঠের গুরুত্ব ব্যাখ্যা কর।

(What are the purpose of Cyber Law? explain the significance of the study of this law )

২. মেটাফোর হিসেবে সাইবারস্পেসকে সংজ্ঞায়িত কর।  সাইবারস্পেসের এখতিয়ারগত সীমাবদ্ধতাগুলো ব্যাখ্যা কর।

(Define cyberspace as metaphor explain the jurisdictional limitation of cyberspace)

 ৩. ডিজিটাল স্বাক্ষর এর সংজ্ঞা দাও। বাংলাদেশের আইনে কিভাবে ডিজিটাল স্বাক্ষরের সুরক্ষা প্রদান করা হয়?

(Define Digital Signature. How is a digital signature protected by law in Bangladesh?)

৪.ডিজিটাল স্বাক্ষরের নিরাপত্তায় কন্ট্রোলারের কার্যাবলী কি কি?  কখন কন্ট্রোলার একটি সার্টিফাইং অথরিটির লাইসেন্স বাতিল করতে পারেন?

(What are the function of controller in securing the digital signature? When made the controller cancel the license of a certifying authority?)

৫. ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর আলোকে রক্ষাকবচসমূহ এবং অপরাধের তদন্ত প্রক্রিয়া আলোচনা কর।

(Discuss the safeguard and process of Investigation of crimes under the digital security act 2018.)

৬.ডিজিটাল নিরাপত্তা এজেন্সির গঠন ও কার্যাবলী বিশ্লেষণ কর।

(Analysis of the composition and functions of the digital Security Agency.)

৭.তুমি কি মনে কর, সাইবার ন্যায়বিচার নিশ্চয়তায় কেবল জাতীয় আইনই যথেষ্ট? কেন?

(Do you think that only National  legislation is sufficient in guaranteeing cyber justice? why?)

৮. সাইবার ট্রাইব্যুনাল এবং সাইবার আপীলাত ট্রাইবুনাল কি? ট্রাইবুনাল গঠন আলোচনা কর।

( What is cyber Tribunal and cyber appellate Tribunal? Discuss their constitution.) 

খ বিভাগ

আটটি প্রশ্নের মধ্যে যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও । সকল প্রশ্নের মান সমান।          ৪x ৫=২০ নম্বর

৯.সাইবার অপরাধ ও সাধারণ অপরাধের মধ্যে পার্থক্য কি কি?

(What are the Differences between cyber crime and ordinary crimes?)

১০.বাংলাদেশে সংঘটিত সাইবার অপরাধের জামিন সংক্রান্ত বিধানগুলো আলোচনা কর?

(Discuss the provisions of bail in cybercrimes committed in Bangladesh?)

১১. ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার কি?

(What is critical information infrastructure?)

 ১২.ভার্চুয়াল সম্পত্তির মালিকানা কে দাবি করতে পারে?

(Who may claim the ownership of virtual property?)

১৩.সাইবার অপরাধের ক্ষেত্রে তল্লাশি ও জব্দ সংক্রান্ত বিধানগুলো আলোচনা কর ।

(Discuss the process of search  and seizure in cyber crimes.)

১৪.ইন্টারনেট সচেতনতা কি?

(What is internet   consciousness?)

 ১৫.সাইবারস্পেসে কি মানবাধিকার প্রযোজ্য?

(Are human rights applicable in cyberspace?)

১৬.ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর সমালোচনার কারণ গুলো কি কি ?

(What are the reasons of criticism of the digital security Act, 2018 ?)