প্ৰশ্নঃ বাংলাদেশের অনলাইন ভ্যাটের মৌলিক বৈশিষ্ট্য কী কী?

উত্তরঃ বাংলাদেশের অনলাইন ভ্যাটের মৌলিক বৈশিষ্ট্য নিম্নরূপঃ 

(ক) সম্প্রসারিত কর ভিত্তি;

(খ) প্রতিপালনকারী (Compliant) করদাতার জন্য প্রণোদনামূলক এবং অপ্রতিপালনকারী (Non-Compliant) করদাতার জন্য কঠোর জরিমানা ও শাস্তির ব্যাবস্থা;

(গ) নজরদারীমূলক ব্যবস্থা;

(ঘ) এতে ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত হবে এবং ব্যবসায়ের খরচ কমবে;

(ঙ) প্রকৃত বিক্রয় মূল্যের ভিত্তিতে কর নির্ধারিত হবে;

(চ) হিসাব-ভিত্তিক নিবন্ধন, একটি কোম্পানির জন্য একটিই নিবন্ধন প্রযোজ্য;

(ছ) রেয়াতের ক্ষেত্র ব্যাপকভাবে বিস্তৃত এবং রেয়াত গ্রহণ পদ্ধতি সহজ করা হয়েছে; 

(জ) ক্ষুদ্র ও মাঝারি খাত (এসএমই) কে উৎসাহিত করা হয়েছে;

(ঝ) ব্যবস্থাটি অনলাইন-ভিত্তিক হলেও ছোট ছোট করদাতাদের সুবিধার্থে সনাতন পদ্ধতিও সমান্তরালভাবে চালু থাকবে;

(ঞ) করদাতাগণকে আগাম কর পরিশোধ করতে হবে না এবং তারা সর্বোচ্চ ৪৫ দিন করের টাকা নিজের কাছে রাখতে পারবেন;

(ট) মাস শেষে হিসাব করে পরবর্তী মাসের/করমেয়াদের ১৫ তারিখের মধ্যে কর পরিশোধ ও দাখিলপত্র জমা দিতে হবে।