প্রশ্নঃ মুসক কে প্রদান করেন এবং কে পরিশোধ করেন/মুসক দাতা বা পরিশোধকারী কে?
উত্তরঃ কোন সরবরাহের সর্বশেষ ভোক্তাই হলেন মূল্য সংযোজন কর ব্যবস্থায় পণ্য বা সেবার মূসক দাতা। যেহেতু ভোক্তাই হলেন সর্বশেষ ক্রেতা, সেহেতু মূসকের চূড়ান্ত দায়ভার ভোক্তার উপরই বর্তায়।
মূল্য সংযোজন কর একটি ভোক্তা কর হওয়ায় পণ্য বা সেবার উপর প্রযোজ্য সমুদয় মূল্য সংযোজন কর মূলত ভোক্তাই পরিশোধ করে থাকেন। মধ্যবর্তী প্রক্রিয়া হিসেবে আমদানিকারক, উৎপাদনকারী, সরবরাহকারী বা সেবা প্রদানকারী সবাই প্রত্যেকটি ধাপে সরবরাহ স্তরে সরকারের পক্ষে মূসক আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদান করে থাকেন। সেজন্য ভোক্তা কর হলেও সরকারী কোষাগারে সরাসরি ভোক্তা নিজেই কর পরিশোধ করেন না। মাধ্যম হিসাবে আমদানিকারক, উৎপাদনকারী ও সরবরাহকারী সরকারের পক্ষে ভোক্তার নিকট হতে মূসক আদায় করে সরকারী কোষাগারে পরিশোধ করে থাকেন।
Leave a comment