প্রশ্নঃ অবৈধ কয়েদের মোকদ্দমায় বাদীকে কি কি প্রমাণ করিতে হইবে?
অবৈধ কয়েদকরণের মামলায় বাদীকে যা যা প্রমাণ করতে হবেঃ অবৈধ কয়েদকরণের মামলায় বাদীকে যা যা প্রমাণ করতে হবে তা নিম্নরূপঃ
(১) অবৈধ কয়েদকরণের যে সকল উপাদান রয়েছে সেগুলো বাদীকে প্রমাণ করতে হবে। অর্থাৎ বাদীকে প্রমাণ করতে হবে যে, তার ইচ্ছার বিরুদ্ধে স্বাধীনভাবে চলাফেরা করতে দেয়া হয়নি। এটা সামান্য সময়ের জন্য হলেও তা যথেষ্ট।
(২) বিবাদী নিজে বা তার অধীনস্থ কর্মচারী দ্বারা তার কার্যোপলক্ষে এ কয়েদকরণ করা হয়েছে।
(৩) এরূপ কয়েদকরণ অবৈধ।
Leave a comment