প্রশ্নঃ শেয়ার বাজেয়াপ্ত ও শেয়ার সমার্পণের পার্থক্য কি?

ভূমিকাঃ শেয়ার ও ঋণপত্র কোন কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শেয়ার ও ঋণপত্রের মাধ্যমে একটি কোম্পানি মূলধন সংগ্রহ করে থাকে। শেয়ারের মালিকগণই মূলত: কোম্পানির মালিক।

শেয়ার (Share) কাকে বলেঃ কোম্পানি আইনের ২(১-এস) ধারা অনুযায়ী-

শেয়ার বলতে কোম্পানির মূলধনের কোন অংশকে বোঝাবে। এছাড়া ব্যক্ত বা অব্যক্ত কোন স্টক ও শেয়ারের পার্থক্য প্রকাশ পেলে সেই স্টক ছাড়া অন্যান্য স্টকও এই সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে।

বিচারপতি ফেয়ারওয়েল এর মতে, অর্থ দ্বারা পরিমাপযোগ্য স্বার্থকে শেয়ার বলে।

শেয়ার বাজেয়াপ্ত ও শেয়ার সমার্পণের পার্থক্যঃ শেয়ার বাজেয়াপ্ত ও শেয়ার সমার্পণের পার্থক্য নিমরূপ

পার্থক্যের বিষয়

শেয়ার বাজেয়াপ্ত

শেয়ার সমার্পণ

(১) সংজ্ঞাগত পার্থক্য

শেয়ার বাজেয়াপ্ত বলতে বোঝায়- শেয়ার বাজেয়াপ্ত করা হলে সংশ্লিষ্ট কোম্পানি উক্ত শেয়ারের স্বত্বাধিকার লাভ করে এবং উক্ত কোম্পানি সেই শেয়ার অন্যদের নিকট যে কোন মূল্যে বিক্রি করতে পারে। 

কোম্পানির নিকট শেয়ারের স্বত্ব ত্যাগ করা হলে তাকে শেয়ার সমার্পণ বলে। 

(২) প্রতিশব্দগত পার্থক্য 

শেয়ার বাজেয়াপ্তকে ইংরেজিতে Forfeiture of Shares বলে।

শেয়ার সমার্পণকে ইংরেজিতে Surrender of Shares বলে। 

(৩) বৈধতাগত পার্থক্য

কোম্পানির মেমোরেন্ডামে তলবী অর্থ ছাড়া অন্য কোন দেনার জন্য শেয়ার বাজেয়াপ্ত করার বিধান থাকলে তা বৈধ হবে। 

শেয়ার বাজেয়াপ্ত বৈধ হলে শেয়ার সমার্পণও বৈধ হবে। 

(৪) প্রভাবগত পার্থক্য

কোম্পানির শেয়ার বাজেয়াপ্ত করা হলে মূল শেয়ারহোল্ডারদের স্বত্ব হ্রাস পায়। 

শেয়ার সমার্পণ করা হলে মূলধন হ্রাস পায়। 

(৫) বিধানগত পার্থক্য

কোম্পানির মেমোরেন্ডামে বিধান থাকলে শেয়ার বাজেয়াপ্ত করা যায়।

মেমোরেন্ডামে শেয়ার সমার্পণের বিধান থাকে না। 

উপসংহারঃ উল্লেখ্য, কোম্পানির মোট মূলধনকে নির্দিষ্ট এককে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে তার প্রত্যেকটিকে এক একটি শেয়ার বলে।