প্রশ্নঃ সরকারি দাবী কাকে বলে?

ভূমিকাঃ একটি দেশ পরিচালনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সরকার বিভিন্ন উৎস থেকে এই অর্থ আয় করে। এর মধ্যে অন্যতম উৎস হলো জনগণের নিকট থেকে প্রাপ্ত রাজস্ব বা বিভিন্ন ট্যাক্স। সরকার জনগণের নিকট থেকে বিভিন্ন দাবীর মাধ্যমে অর্থ উপার্জন করে। এই সকল অর্থ যেন সহজে আদায় করা যায় সেজন্য ১৯১৩ সালের সরকারী দাবী আদায় আইন প্রণীত হয়।

সরকারি দাবী (Public Demand) কাকে বলেঃ জনগণের নিকট থেকে কোন সরকার বা আধা-সরকার বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের যে পাওনা অনাদায় রয়েছে তাকে সরকারি দাবী আদাল বলে।

সরকারি দাবী আইনের ৩ ধারা অনুযায়ী- ‘সরকারি দাবী বলতে এই আইনের ১ম তফসিলে বর্ণিত যে কোন বকেয়া পাওনাকে বোঝাবে।’

জনগণের প্রতিনিধি হয়ে সরকার দেশ পরিচালনা করে। দেশের উন্নয়ন করতে হলে সরকারকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। আর এই সকল কাজের জন্য প্রয়োজন অর্থ। সরকারি দাবী আইনে এই সকল অর্থের তালিকা রয়েছে। তালিকাভুক্ত এই অর্থ প্রদান করতে জনগণ বাধ্য। এগুলিই হলো সরকারী দাবী।

উপসংহারঃ সার্টিফিকেট জারির মাধ্যমে মূলতঃ দেনাদারের নিকট থেকে সরকারি অনাদায়ী পাওনা আদায় করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এজন্য তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি নিলাম করে বিক্রির ব্যবস্থা করা হয়। অবশ্য এই বিক্রির জন্য অন্য ব্যক্তির ক্ষতি হলে তিনি দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারেন।