প্রশ্নঃ ম্যাজিষ্ট্রেট কোর্টে জামিনের আবেদন না-মঞ্জুর হওয়ায় জেলা দায়রা আদালতে একটি জামিনের দরখাস্ত মুসাবিদা কর।
উত্তরঃ
বিজ্ঞ জেলা ও দায়রা আদালত, রাজশাহী
ফৌজদারী মিস কেস নং – ২৫/২০১২
সূত্রঃ বাগমারা থানার মামলা নং ১৫(৫)/২০১২ দণ্ডবিধির ধারা ৩৯৫।
বিষয়ঃ ফৌজদারী কার্যবিধির ৪৯৮ ধারামতে জামিনের আবেদন।
নামঃ আবদুল আউয়াল
পিতা – সানাউল্লাহ
গ্রাম – রাজেন্দ্রপুর
থানা – বাগমারা
জেলা – রাজশাহী——-আসামী ও দরখাস্তকারী।
বনাম
রাষ্ট্র——-বাদী।
দরখাস্তখারী আসামীপক্ষের বিনীত প্রার্থনা এই যে,
১. দরখাস্তকারী আসামীকে সূত্রে বর্ণিত মোকদ্দমায় তদন্তকারী কর্মকর্তা বিগত ২৫.৭.২০০০ ইং তারিখে গ্রেফতার করে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট কোর্টে সোপর্দ করেন।
২. 25.7.2000 ইং তারিখে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে দরখাস্তকারীর পক্ষে জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত যুক্তিযুক্ত কারণ উল্লেখ না করেই জামিনের আবেদন না-মঞ্জুর করত: আসামীকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
দরখাস্তকারী ম্যাজিস্ট্রেটের উক্ত আদেশের প্রেক্ষিতে বিজ্ঞ অত্র আদালতে নিম্নবর্ণিত হেতুবাদে জামিনের আবেদন পেশ করছেন।
হেতুবাদসমূহঃ (ক) যেহেতু দরখাস্তকারী আসামী সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি এবং তাকে সূত্রে বর্ণিত মোকদ্দমায় সন্দেহের বশে মিথ্যাভাবে জড়িত করে গ্রেফতার করা হয়েছে।
(খ) যেহেতু অত্র মামলার এজাহারে দরখাস্তকারী আসামীর কোন নাম নেই, তার বিরুদ্ধে আপাতদৃষ্টিতে কোন কেস নেই এবং তাকে মূল ফরিয়াদী সন্দেহও করেননি;
(গ) যেহেতু দরখাস্তকারী অভিযুক্ত ব্যক্তির নিকট হতে কোন তথ্য বা দ্রব্যাদি উদ্ধার করা হয়নি এবং দরখাস্তকারী অত্র মামলার সাথে কোনভাবেই জড়িত নন;
(ঘ) যেহেতু দরখাস্তকারী একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার একটা ছোট মুদিখানা দোকান আছে এবং পরিবারের তিনি উপার্জনক্ষম ব্যক্তি। তার বৃদ্ধ পিতামাতাসহ আট সদস্যের পরিবারটি তার রোজগারের উপর নির্ভরশীল । তাকে জামিনে মুক্তি না দিলে সংসারের সকলে অনাহারে দিনযাপন করতে বাধ্য হবে। কাজেই মানবিক কারণে দরখাস্তকারীকে জামিনে মুক্তি দেয়া একান্ত জরুরী;
(ঙ) যেহেতু দরখাস্তকারী বাংলাদেশের স্থায়ী নাগরিক, স্থায়ী বাড়ীঘর ও ঠিকানা আছে এবং উপযুক্ত জামিনদারের ব্যবস্থা আছে, তাই জামিনে মুক্তি দিলে তার পলাতক হওয়া বা আত্মগোপনে যাওয়া কিংবা সাক্ষীদের প্রভাবিত করার মত কোন আশংকা নেই এবং জামিনের কোন শর্তভঙ্গ না করে আদালতের ধার্য তারিখে সময়মত হাজিরা দিতে বাধ্য থাকবে।
(চ) অন্যান্য যুক্তি ও হেতুসমূহ শুনানীকালে দরখাস্তকারী আসামী পক্ষের নিয়োজিত আইনজীবী যথাযথভাবে বিজ্ঞ আদালতে উপস্থাপন করবেন।
অতএব, বিজ্ঞ আদালতের নিকট বিনীত প্রার্থনা এই যে, উপরিউক্ত ব্যবস্থা ও কারণাধীনে ন্যায়বিচারের স্বার্থে অত্র দরখাস্ত মঞ্জুর করত: নিম্ন আদালতের নথি তলব করে শুনানীর পর দরখাস্তকারী আসামীকে জামিনে মুক্তি দিতে সদয় মর্জি হয় । এবং আপনার এরূপ সদাশয় আদেশের জন্য দরখাস্তকারী চিরকৃতজ্ঞ থাকবে।
নিবেদন—————-
তাং- —————–
Leave a comment