প্রশ্নঃ ‘অনারাস’ দান কি? ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে কোন ‘অনারাস দান’ কি একই সময়ে গ্রহণ ও বর্জন করা যায়?
Question: What is the onerous gift? Can an onerous gift be accepted and rejected at the same time under the provisions of the T.P.Act, 1882?
“অনারাস দান’ বা দায়যুক্ত দানঃ যদি একই দলিলে একই সময়ে একই লোকের বরাবরে বিভিন্ন সম্পত্তি দানসূত্রে হস্তান্তর করা হয় এবং ঐগুলির মধ্যে কোন একটি দায়াবদ্ধ থাকে ও অন্যগুলি দায়াবদ্ধ না থাকে, তবে গ্রহীতা দানটি সম্পূর্ণ গ্রহণ না করলে উক্ত দানমূলে সে কিছুই পাবে না। একেই হস্তান্তর আইনের ১২৭ ধারা অনুযায়ী ‘অনারাস’ বা দায়যুক্ত দান বলে।
একটি হস্তান্তরের দলিলে কিছু গ্রহণ ও কিছু বর্জন করা চলবে না। হয় সম্পূর্ণটা গ্রহণ করতে হবে, নতুবা তা সম্পূর্ণ বর্জন করতে হবে। কিন্তু একই লোকের বরাবরে বিভিন্ন সম্পত্তি বিভিন্ন দলিলে দানমূলে হস্তান্তর করা হয়, তাহলে গ্রহীতা নিজ নিজ ইচ্ছানুযায়ী ঐগুলির মধ্যে যে কোনটি গ্রহণ করে অন্যগুলি বর্জন করতে পারে। এমনকি সে দায়াবদ্ধ সম্পত্তি বর্জন এবং দায়মুক্ত সম্পত্তি গ্রহণ করতে পারে।
নাবালক বা অন্যভাবে চুক্তি করতে অক্ষম ব্যক্তিকে দায়যুক্ত সম্পত্তি দান করলে সে গ্রহণ করতে পারে কিন্তু এ দানের জন্য তার ব্যক্তিগত দায়-দায়িত্ব থাকবে না।
Leave a comment