টিকা লেখঃবিভ্রান্তিকর ট্রেডমার্ক (Deceptive Trademark)।
বিভ্রান্তিকর ট্রেডমার্ক (Deceptive trade mark): একটি ট্রেডমার্ক যদি অপর কোন ট্রেডমার্কের সাথে এমন সাদৃশ্য থাকে যাতে ভোক্তা সাধারণের মধ্যে প্রতারণা বা বিভ্রান্তির সৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে ট্রেডমার্কটি বিভ্রান্তিমূলক সাদৃশ্যপূর্ণ বলা যায়। অপর কোন প্রচলিত ট্রেডমার্কের সাথে যদি বিভ্রান্তিমূলক সাদৃশ্যপূর্ণ হয় তাহলে সেই মার্কটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত করা যাবে না। এরূপ বিভ্রান্তিমূলক সাদৃশ্য চেহারার মধ্যে হতে পারে যা চোখে দৃশ্যমান হয়, শব্দের মধ্যে হতে পারে যা কানে শ্রুত হয় এবং শব্দের অর্থের মেধ্য হতে পারে যা শব্দের ব্যাখ্যা দ্বারা বোধগম্য হয়। যেম— একটি ঘোড়ার মাথা ছবি একটি ট্রেডমার্ক আছে। এমতাবস্থায় আরেকটি পণ্যের ওপর ‘ঘোড়ার মাথা’ লিখে ট্রেডনাম হিসেবে নিবন্ধন করা যাবে না।
Leave a comment