অথবা, ব্যক্তির সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলােচনা কর।
ভূমিকাঃ সমাজের বসবাস উপযােগী উপাদানে পরিণত হওয়াকে সামাজিকীকরণ বলা হয়ে থাকে। সামাজিকীকরণ সমাজজীবনের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। এটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে, তাই এটিকে Life long process বলে অভিহিত করা হয়ে থাকে। এই প্রক্রিয়া মানুষের ব্যক্তিত্বকে সমাজজীবনে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। মূলত সামাজিকীকরণ একটি সামাজিক শিক্ষণ প্রক্রিয়া।
ব্যক্তির সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকাঃ পরিবারের মধ্যদিয়ে শিশুর যে সামাজিকীকরণ আরম্ভ হয়, বিদ্যালয়ের মাধ্যমে সে ধারার অবিচ্ছিন্নতা বজায় থাকে। শিশু যখন প্রথম বিদ্যালয়ে প্রবেশ করে তখনই আনুষ্ঠানিকভাবে তার দীক্ষিতকরণ শুরু হয়। বিদ্যালয় হচ্ছে সমাজ দ্বারা আনুষ্ঠানিকভাবে পরিচালিত সামাজিকীকরণের একটি মাধ্যম, যেখানে শিশু বিশেষ দক্ষতা ও মূল্যবােধ অর্জন করে। এর মাধ্যমে পরিবারের সীমিত গণ্ডি ছেড়ে বৃহত্তর সমাজ প্রচলিত জীবনধারার সঙ্গে শিশুর পরিচয় ঘটে। তার সহপাঠীরা বিভিন্ন পরিবারের সদস্যা। কাজেই বৃহত্তর পটভূমিকায় সে সমাজের মূল্যবােধ, ভাবাদর্শ, সমাজ অনুমােদিত আচার-আচরণ এবং নিষিদ্ধ কাজকর্ম সম্পর্কে অবহিত হবার সুযােগ পায়। এখানে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ। কেননা, শিক্ষকের কথাবার্তা, আদেশ-উপদেশ এবং আচার ব্যবহার অনেক ক্ষেত্রেই শিশুর মনে গভীর রেখাপাত করে। বিদ্যালয় শুধু একাডেমিক শিক্ষাই দেয় না বরং অন্যান্য কার্যক্রম যেমন ক্রীড়ার আয়ােজন, কোন সাংস্কৃতিক উৎসবের আয়ােজন ইত্যাদির মাধ্যমেও সামাজিকীকরণের শিক্ষা দিয়ে থাকে। এখান থেকেই শিশু পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিয়মানুবর্তিতার শিক্ষা অর্জন করে। আধুনিককালে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন অনেক মল্যবােধ শিক্ষার্থীদের মধ্যে সঞ্চার করার চেষ্টা করা হয়, যা সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। এ জন্যই বর্তমানে শিক্ষাকে বিশেষ প্রয়ােজনীয় সংযােগকারী শক্তি Interactive Force হিসেবে গণ্য করা হয়।
পরিশেষঃ পরিশেষে বলা যায়, শিশু যে পরিবারে জন্মগ্রহণ করে সেই পরিবারের পুরস্পরিক অবস্থার সাথে যুক্ত হয়ে নিজের সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পাদন করে থাকে। ব্যক্তির এই সামাজিকীকরণ প্রক্রিয়ার অঙ্গ হিসেবে খেলার সাথী, পরিবার, বিদ্যালয় স্বীয় সমাজের সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক আলােচনায় এটা বলা যায় যে, ব্যক্তির সামাজিকীকরণে উপর্যক্ত মাধ্যমগুলাে খুবই কার্যকর। এই মাধ্যম ব্যতিত ব্যক্তির সামাজিকীকরণ কখনই সম্ভব হতাে না।
Leave a comment