প্রশ্নঃ জাতীয়তাবাদের ৫টি উপাদান সংক্ষেপে আলােচনা কর।
অথবা, জাতীয়তাবাদের উপাদানগুলাে সংক্ষেপে বর্ণনা কর।
ভূমিকাঃ জাতীয়তাবাদ বর্তমান যুগের রাজনীতির অন্যতম প্রধান নিয়ন্ত্রণকারী শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যেসকল রাষ্ট্র ঔপনিবেশিক শক্তির কবল থেকে মুক্তি লাভ করেছে তার পেছনে প্রধানত কাজ করেছে জাতীয়তাবাদী মনােভাব। জাতীয়তাবাদ বিশ্বের মানুষকে জাতিভিত্তিক রাষ্ট্র গঠনে অনুপ্রাণিত করেছে।
জাতীয়তাবাদের উপাদানসমূহঃ জাতীয়তাবাদের উপাদান বলতে আমরা বুঝি, যেসকল কারণে জনসমষ্টির মনে জাতীয়তাবাদের গভীর অনুরাগ জাগ্রত হয়। জাতীয়তাবাদের উপাদানসমূহ নিম্নে আলােচনা করা হলাে-
(১) ভৌগােলিক সান্নিধ্যঃ একই ভৌগােলিক সীমানায় বহুদিন ধরে বেশ কিছুসংখ্যক লােক বসবাস করতে থাকলে অধিবাসীদের মধ্যে স্বাভাবিকভাবেই এক গভীর একাত্মবােধের সৃষ্টি হয়। একই অঞ্চলে বসবাসের ফলে তাদের মধ্যে যােগাযােগ ও ভাবের আদান-প্রদান সহজ হয়। ফলে অধিবাসীদের মধ্যে ঐক্যবােধ জাগ্রত হয়।
(২) ধর্মগত ঐক্যঃ ধর্মগত ঐক্য অনেক সময় জাতীয়তাবাদে প্রেরণা যােগায়। ধর্মের ভিত্তিতে মানুষকে সহজেই ঐক্যবদ্ধ করা যায়। ভারতবর্ষের মুসলমানগণ ধর্মকে ভিত্তি করে প্রথমে জাতীয় জনসমাজ এবং পরে জাতিতে পরিণত হয়েছিল । কিন্তু বর্তমানে ধর্মের বিভিন্নতা সত্ত্বেও অনেক জাতি গঠিত হয়েছে। যেমন- বাংলাদেশ-ভারত ইত্যাদি।
(৩) ভাষাগত ঐক্যঃ ভাষা মানুষের ভাব প্রকাশের বাহন। সমভাষী মানুষ সেজন্য অতিসহজেই পরম্পর মধ্যে অধিক সম্পর্ক স্থাপন করতে পারে। ভাষাগত ঐক্যের অভাব জাতীয়তাদের অন্তরায় হয় না। সুইজারল্যান্ড এর উল্লেখযােগ্য প্রমাণ। সুইসরা বিভিন্ন ভাষাভাষী হয়েও এক জাতি।
(৪) রাষ্ট্রীয় ঐক্যঃ এটি জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ অবদান। রাষ্ট্রীয় সংগঠন ছাড়া জাতির জাতিত্ব বিকাশসাধন করতে পারে না। একমাত্র জাতীয় রাষ্ট্র সংগঠনই একটি জাতি থেকে অপর একটি জাতিকে পৃথক করে রাখে। তাই জাতি গঠনের জন্য তথা জাতীয়তাবাদের বিকাশ ও সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় ঐক্য একান্ত অপরিহার্য।
(৫) রাজনৈতিক বন্ধনঃ রাজনৈতিক বন্ধন জাতীয়তাবাদের আর একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি জাতিকে ঐক্যসূত্রে গ্রথিত করে। রাজনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা ভােগ করার বাসনা একটি জাতির সকলকে সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ করে। স্বজাতিবােধ বৃদ্ধি পেলেই প্রত্যেক জাতি নিজেদের স্বতন্ত্র রাষ্ট্র গঠন করতে চায়।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, উপযুক্ত উপাদানগুলাে জাতীয়তাবাদ গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তবে এগুলাের গুরুত্বের তারতম্য রয়েছে। উপাদানগুলাের মধ্যে অবগত ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যান্য উপাদান ব্যতীত সভায়তাবাদ গঠন সম্ভবপর। কারণ জাতীয়তাবাদ মূলত এক আত্মগত, ভাবগত ও অনুভূতিগত বিষয়।
Leave a comment