ব্যবসায়ের সংঘটিত ঘটনাগুলাে লেনদেন হতে হলে তা অবশ্যই হিসাব সমীকরণে পরিবর্তন সাধন করবে। কোনাে ঘটনা লেনদেন হতে হলে তা হিসাব সমীকরণের উপাদানগুলােতে নিম্নোক্ত যেকোনাে একটি পরিবর্তন ঘটাবেঃ
• মােট সম্পদ বৃদ্ধি পেলে মােট দায় বা মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে।
• মােট সম্পদ হ্রাস পেলে মােট দায় বা মালিকানা স্বত্ব হ্রাস পাবে।
• একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে।
• মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে মােট দায় কমবে বা হ্রাস পাবে।
• মালিকানা স্বত্ব হ্রাস পেলে মােট দায় বৃদ্ধি পাবে।
• মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে মালিকানা স্বত্ব হ্রাস পাবে।
• একটি দায় বৃদ্ধি পেলে অপর একটি দায় হ্রাস পাবে।
নিচে আলােচিত উদাহরণগুলাের মাধ্যমে হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব দেখানাে হলাে:
১. জনাব আনােয়ার হােসেন ‘আড্ডা’ নামক একটি রেস্টুরেন্ট চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে আনােয়ার তার ব্যবসায়ের জন্য নগদ ১,৬০,০০০ টাকা বিনিয়ােগ করেন।
এ লেনদেনের ফলে ব্যবসায়ে ১,৬০,০০০ টাকার নগদ সম্পত্তি ও জনাব আনােয়ারের মূলধন বৃদ্ধি পায়। হিসাব সমীকরণের ওপর এ লেনদেনের প্রভাব নিম্নরূপ-
২. ‘আড্ডা’ রেস্টুরেন্টের জন্য মােট ৮০,০০০ টাকা দিয়ে কিছু চেয়ার এবং টেবিল ক্রয় করা হলাে।
এখানে সমপরিমাণ টাকা দ্বারা একদিকে ব্যবসায়ে নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং অন্যদিকে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। এ লেনদেনের প্রভাব নিম্নরূপ-
৩। ‘আড্ডা’ রেস্টুরেন্ট ৩৫,০০০ টাকার সেবা প্রদান করে, যার মধ্যে নগদ প্রাপ্তি ২৫,০০০ টাকা।
এখানে সেবা বাবদ আয় বেড়েছে ৩৫,০০০ টাকা। সুতরাং মালিকানা স্বত্ব অর্থাৎ জনাব আনোয়ারের মূলধন বৃদ্ধি পেয়েছে ৩৫,০০০ টাকা এবং সম্পদ বাবদ নগদ অর্থ ও প্রাপ্য হিসাব বেড়েছে যথাক্রমে ২৫,০০০ টাকা ও ১০,০০০ টাকা। এ লেনদেনের ফলে হিসাব সমীকরণ নিম্নোক্তভাবে প্রভাবিত হবে-
৪। জনাব আনােয়ার জানুয়ারি মাসের গুদাম ভাড়া ৮,০০০ টাকা, কর্মচারীদের বেতন ১১,০০০ টাকা এবং উপযোগের বিল বাবদ ৪,০০০ টাকা প্রদান করে। যাবতীয় খরচগুলাে সমপরিমাণ সম্পত্তি ও মালিকানা স্বত্ব হ্রাস করবে।
এখানে ২৩,০০০ টাকার নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং সমান টাকা দ্বারা জনাব আনােয়ারের মূলধন হ্রাস পেয়েছে। সমীকরণের উভয় পাশের পরিবর্তন হবে নিম্নরূপ-
৫. গ্রাহকের নিকট থেকে বিলের বকেয়া বাবদ নগদ প্রাপ্তি ৭,০০০ টাকা।
এ লেনদেনের ফলে ব্যবসায়ের নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে সম্পদ বাবদ প্রাপ্য হিসাব কমেছে। নিচে হিসাব সমীকরণে এর প্রভাব দেখানাে হলাে—
৬. জনাব আনােয়ার ব্যক্তিগত প্রয়ােজনে ব্যবসায় থেকে ২৩,০০০ টাকা নগদ উত্তোলন করেন।
এ লেনদেনটি ব্যবসায়ের সম্পদ ও মালিকানা স্বত্বের পরিবর্তন ঘটাচ্ছে। ২৩,০০০ টাকার নগদ অর্থ হ্রাস পাচ্ছে এবং সেই সাথে সমপরিমাণ টাকা দ্বারা রায়হানের মূলধন হ্রাস পাচ্ছে। হিসাব সমীকরণের পরিবর্তন হবে নিম্নরূপ-
৭. প্রচারের জন্য দৈনিক প্রথম আলােকে ৩,৫০০ টাকা প্রদান করা হলাে।
এখানে, বিজ্ঞাপন খরচের জন্য একদিকে মালিকানা স্বত্ব এবং অপরদিকে নগদ সম্পদ হ্রাস পেয়েছে। এক্ষেত্রে সমীকরণের প্রভাব নিম্নরূপ-
৮। ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্যে অতিরিক্ত মূলধন হিসেবে ৯০,০০০ টাকা নগদ এবং ৬০,০০০ টাকার ব্যাংক ঋণ নেয়া হলাে এবং তৎক্ষণাৎ ২৫,০০০ টাকা মূল্যের একটি আসবাবপত্র ক্রয় করা হলাে।
এখানে ব্যবসায়ের ১,২৫,০০০ টাকার নগদ সম্পদ এবং অপর একটি সম্পদ আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে যার মূল্য ২৫,০০০ টাকা। অপরদিকে, ব্যবসায়ের দায় অর্থাৎ ৬০,০০০ টাকার ব্যাংক ঋণ বৃদ্ধি পায় এবং মালিকানা স্বত্ব অর্থাৎ মূলধন বৃদ্ধি পায়। উক্ত লেনদেন দ্বারা ব্যবসায়ের হিসাব সমীকরণের ওপর প্রভাবগুলাে নিচে দেখানাে হলাে—
৯. ব্যবসায়ের জন্য অতিরিক্ত অফিস সরঞ্জাম ক্রয় ২৪,০০০ টাকা। তন্মধ্যে ৯,০০০ টাকা নগদ প্রদান এবং অবাশষ্ট টাকার জন্য ১০% হারে ০৩ মাস মেয়াদি একটি নােটে স্বীকৃতি দেয়া হলাে।
এখানে লেনদেনটির দ্বারা ব্যবসায়ের ২৪,০০০ টাকা মূল্যের অফিস সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে এবং অপর একটি সম্পদ নগদ অর্থ ৯,০০০ টাকা হ্রাস পেয়েছে। পাশাপাশি অবশিষ্ট টাকার জন্য নােট ইস্যু করায় প্রদেয় নােট বাবদ ১৫,০০০ টাকার দায় বৃদ্ধি পেয়েছে। হিসাব সমীকরণের ওপর উক্ত লেনদেনের প্রভাব নিচে উল্লেখ করা হলাে—
১০. যন্ত্রপাতি ক্রয়পরবর্তী কুলি খরচ ১,৫০০ টাকা এবং সংস্থাপন বাবদ ব্যয় হয় ২,৩০০ টাকা এবং ঐ দিনই যন্ত্রপাতি চালু করার পর মেরামত বাবদ ব্যয় হয় আরও ৯০০ টাকা।
এখানে যন্ত্রপাতি চালু হওয়ার পূর্ববর্তী যাবতীয় ব্যয় মূলধনজনিত ব্যয় হিসেবে গণ্য হবে। সুতরাং কুলি খরচ এবং সংস্থাপন ব্যয় হওয়ায় ৩,৮০০ টাকার অফিস সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে এবং অপর সম্পত্তি নগদ অর্থ হ্রাস পেয়েছে ৪,৭০০ টাকা। অন্যদিকে, মেরামত ব্যয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে ৯০০ টাকা।
১১. বিগত মাসের ভাড়া প্রদান ১,৮০০ টাকা, বিমা প্রিমিয়াম অগ্রিম প্রদান ২,৪০০ টাকা এবং চলতি মাসের মজুরি বকেয়া ২,২০০ টাকা।
এখানে ব্যবসায়ের নগদ সম্পদ ৪,২০০ টাকা এবং দায় বকেয়া খরচ ১,৮০০ টাকা হ্রাস পেয়েছে। অন্যদিকে, অপর একটি দায় বকেয়া মজুরি ২,২০০ টাকা এবং সম্পদ বাবদ অগ্রিম বিমা প্রিমিয়াম ২,৪০০ টাকা বৃদ্ধি পেয়েছে। সেই সাথে মজুরি ব্যয় বৃদ্ধি তথা মালিকানা স্বত্ব ২,২০০ টাকা হ্রাস পেয়েছে।
Leave a comment